বাংলারজমিন

অবৈধ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন উচ্ছেদ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৮:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ ঝুঁকিপূর্ণ সিএনজি ফিলিং স্টেশন উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নির্বাহী অফিসার রুহুল আমিন এ আদালত পরিচালনা করেন। এ সময় দু’টি কাভার্ডভ্যান থেকে ২৮৮টি সিলিন্ডার ও গ্যাস সরবরাহের কিছু পাইপ, নজেল জব্দ করা হয়। তবে অভিযানে গা-ঢাকা দেয়ায় কাউকে আটক করা যায়নি। জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে কাভার্ডভ্যানের মাধ্যমে ঝুঁকিপূর্ণ সিএনজি ফিলিং স্টেশন করে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে সিএনজি অটোরিকশায় গ্যাস বিক্রি করে আসছিল। যেখানে ছিল না কোন বৈধতা। ছিল না অগ্নিনির্বাপকের কোনো যন্ত্র। সম্পূর্র্ণ ইচ্ছামাফিক করে আসছিল গ্যাস বিক্রির এ ব্যবসা। এর আগেও বেশ কয়েকবার অভিযান করতে চাইলেও দ্রুত সটকে পড়ায় তা সম্ভবপর হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী অফিসার রুহুল আমিন গতকাল এ অভিযান পরিচালনা করে দু’টি কাভার্ডভ্যানসহ (যার নং চট্টমেট্রো-ট ১১-৫২৩০ ও চট্টমেট্রো-ট-১১-৫৫১৭) ১০০ কেজি ওজনের ২৮৮টি সিলিন্ডার জব্দ করেন। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, ভাসমান ফিলিং গ্যাস পাম্পটি ঝুঁকিপূর্ণ। অভিযানে মালামাল জব্দ ও ঝুঁকিপূর্ণ টিনশেডের একটি শেড ধ্বংস করে দিয়েছি। একটি কাভার্ডভ্যান উপজেলায় নিয়ে এলে আরেকটি গাড়ির চাবি না থাকায় পেট্রোল পাম্পের জিম্মায় রেখে এসেছি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লোকজন এসে বাকি ব্যবস্থা নেবে। এ সময় বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিদর্শক মুহাম্মদ মেহেদী ইসলাম খান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্র্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার এমবি কবির আহমেদ, হাটহাজারী মডেল থানার এসআই কামরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status