শিক্ষাঙ্গন

ঢাবি সাদাদলের বিবৃতি

‘ক্ষমা প্রার্থনা সত্ত্বেও চাকুরি থেকে অব্যাহতি নজিরবিহীন দৃষ্টান্ত’

স্টাফ রিপোর্টার

১০ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১:১৯ পূর্বাহ্ন

পত্রিকায় কলাম লিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদল।

বিবৃতিতে বলা হয়, আমরা জেনে ক্ষুব্ধ ও হতাশ হয়েছি যে, ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায়  অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একটি দৈনিক পত্রিকায় লিখিত একটি নিবন্ধে কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্যের কারণে নিবন্ধটি প্রত্যাহার, দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা সত্ত্বেও তাকে চাকুৃরি থেকে অব্যাহতি প্রদান করার ঘটনা নজিরবিহীন দৃষ্টান্ত।

সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত ওই বিবৃতিতে সাদাদল সমর্থক আরও শতাধিক শিক্ষক সংহতি জানিয়েছেন। বিবৃতিতে এ সিদ্ধান্ত বাতিল করে অধ্যাপক মোর্শেদ হাসান খানকে চাকুরিতে পুর্নবহাল করার জোর দাবি জানায় সংগঠনটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status