বাংলারজমিন

মাগুরায় জাতীয় শোক দিবস পালিত

মাগুরা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২০, শনিবার, ১২:৩৮ অপরাহ্ন

মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৭ টায় স্থানীয় নোমানী ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও তার অংঙ্গ সংগঠনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ। পরে স্মৃতি স্তবক চত্বরে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সকাল ৮ টায় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ড. বিরেন শিকদার এমপি, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ প্রমুখ।
 সকাল ১০ টায় সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল ও বেলা ১১ টায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ অনলাইনভিত্তিক কবিতা আবৃতি, চিত্রাংকন, রচনা, হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদ জোহর ১৫ই আগষ্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন হয়। পাশাপাশি দিনব্যাপী শহরের গুরুত্ব স্থানসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মাইকে প্রচার ও তার জীবনের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রর্দশণ করা হয়। এছাড়া জেলা আওয়ামীলীগ আলোচনা, মসজিদে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status