খেলা

লজ্জার হারের পর চাকরি খোয়াচ্ছেন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০২০, শনিবার, ১০:৫৭ পূর্বাহ্ন

বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করছে বার্সেলোনা। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এরই মধ্যে সেতিয়েনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বার্সেলোনা।
মৌসুমের মাঝপথে আরনেস্তো ভালভার্দের স্থলাভিষিক্ত হন কিকে সেতিয়েন। তবে দায়িত্ব নিয়ে বার্সেলোনাকে কিছুই জেতাতে পারেননি এই কোচ। কোপা দেল রে, স্প্যানিশ লা লিগার পর চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায়। সেটিও রেকর্ডগড়া হারে। চ্যাম্পিয়ন্স লীগে এর আগে এক ম্যাচে কখনো ৪টির বেশি গোল খায়নি বার্সেলোনা। তারাই কিনা হজম করলো ৮ গোল! ১৯৪০ সালের পর যেকেনো প্রতিযোগিতায় এটি বার্সার সবচেয়ে বড় হার। ম্যাচের পর কোচ সেতিয়েন বলেই ফেলেছেন, ‘যেভাবে হারলাম, খুবই বেদনাদায়ক।’
২০০৮ সালের পর এবারই প্রথম ট্রফি ছাড়া কোনো মৌসুম কাটালো বার্সেলোনা। ২০১৯-২০ মৌসুমটা নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবে দলটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status