বাংলারজমিন

চাঁদপুর-ঢাকা নৌপথে যাত্রী সংকটে ৫টি লঞ্চ বন্ধ

চাঁদপুর প্রতিনিধি

১৪ আগস্ট ২০২০, শুক্রবার, ৬:৫৬ পূর্বাহ্ন

বৈশ্বিক করোনায় চাঁদপুর-ঢাকা নৌপথে যাত্রী সংকটে ৫টি লঞ্চের চলাচল বন্ধ রয়েছে। ধারণক্ষমতার চারভাগের একভাগ যাত্রীও মিলছে না লঞ্চগুলোতে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ওই রুটে সবগুলো লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে মালিক পক্ষ।
চাঁদপুর-ঢাকা রুটে নিয়মিত প্রতিদিন প্রায় ১৮টি লঞ্চ চলাচল করলেও করোনায় দিন দিন যাত্রী সংকটে অর্ধকে নেমে এসেছে। এতে লঞ্চগুলোর জ্বালানি খরচও মিটাতে না পারায়  প্রায় ৫টি লঞ্চ বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। অপরদিকে লঞ্চগুলো বন্ধ হওয়ায় ঢাকা থেকে যে সব লঞ্চ চাঁদপুর ঘাটে আসে, সেগুলোই আবার ছেড়ে যাচ্ছে। তবে ১শ’ থেকে ২৫০ জন যাত্রী নিয়ে তার ঘাট ছাড়ছে।
লঞ্চ মালিক পক্ষের প্রতিনিধি আলী আজগর বলেন,  দিন দিনই যাত্রী কমে আসছে। যাত্রী সংকটে ৫-৬টি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। যদি এমনিভাবে চলতে থাকে তাহলে এই রুটের লঞ্চগুলো বন্ধ হয়ে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status