অনলাইন

ফ্রান্স, জার্মানি, এবং স্পেনসহ ইউরোপে বাড়ছে নতুন করে করোনা সংক্রমণ

আব্দুল মোমিত (রোমেল) ফ্রান্সে থেকে

১৪ আগস্ট ২০২০, শুক্রবার, ৯:৩৯ পূর্বাহ্ন

মহামারি করোনার দ্বিতীয় ঢেউ ফ্রান্সে আঘাত হানতে শুরু করেছে । গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণ আশংকাজনক ভাবে বেড়ে চলছে । সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নির্দেশনা দেয়া হলেও অনেকে তা মানছে না । ফলে করোনা সংক্রমণ আবারো বেড়ে চলছে দেশটিতে । ফ্রান্সেও গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৫২৪ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন আছেন মোট ৯২ হাজার ৮৫৩ জন এবং তাদের মধ্যে গুরুত্বর অসুস্থ আছেন ৩৭৯ জন । এ পর্যন্ত হাসপাতাল থেকে করোনা আক্রান্ত ৮৩ হাজার ৪৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । জার্মানিতে গত তিন মাসের মধ্যে দিনে সর্বোচ্চ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হবার ঘটনা ঘটেছে।বুধবার দেশটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, একদিনে ১২০০’র বেশি রোগী শনাক্ত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, গ্রীষ্মের ছুটিতে দেশের বাইরে ভ্রমণে যাবার কারণে দেশের কিছু এলাকায় সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঘটেছে। গত মে মাসে দেশটিতে আরোপ করা লকডাউন তুলে নেয়ার পর এটিই একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। এদিকে, স্পেনের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন দেশটিতে একদিনে ১৪১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এখনো দেশটির ৬৭৫টি এলাকায় করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা নতুন এই সংক্রমণকে দেশটির জন্য সবচেয়ে ‘গুরুতর পরিস্থিতি’ বলে বর্ণনা করছেন। স্পেনে এ পর্যন্ত সোয়া তিন লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে এ হার সর্বোচ্চ এবং বিশ্বে সংক্রমণের দিক থেকে ১১তম অবস্থানে রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status