খেলা

ম্যারাডোনাকে অনুশীলন থেকে দূরে থাকার পরামর্শ

স্পোর্টস ডেস্ক

১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, ২:৩৮ পূর্বাহ্ন

বয়স এবং শারীরিক নানা জটিলতা করোনা ঝুঁকিতে রয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। এসব ভাবনা থেকেই কোচ ম্যারাডোনাকে আপাতত জিমনাসিয়া লা প্লাতার অনুশীলন থেকে দূরে থাকতে বলেছেন ক্লাব চিকিৎসক।
আর্জেন্টিনায় করোনা পরিস্থিতিও খুব আশঙ্কাজনক। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪৯৯জন। মারা গেছেন ৪ হাজার ৬০৬জন। যে কারণে সেই এপ্রিল থেকে  সুপার লিগাসহ সব ধরনের প্রতিযোগিতা বন্ধ হয়ে আছে।
আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লীগ সুপারলিগা এই সপ্তাহেই অনুশীলনে ফিরতে যাচ্ছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে লীগ শুরুর আগে করোনা পজিটিভ হয়েছেন ১৭জন খেলোয়াড়। তাই সংক্রমণ এড়াতে পূর্বসতর্কতার অংশ হিসেবেই ম্যারাডোনাকে তিন সপ্তাহ অনুশীলন থেকে দূরে থাকতে বলা হয়েছে। ক্লাব চিকিৎসক পাবলো দেল কমপেয়ার বলেছেন, ‘আমার পরমার্শ হচ্ছে প্রথম ধাপে ম্যারাডোনা যেন অনুশীলনে না যান। ’
ম্যারাডোনাকে নিয়ে কেন এত সতর্কতা সেটিও পরিষ্কার করেছেন এই চিকিৎসক, ‘ম্যারাডোনা এই পরিস্থিতিতে খুব ঝুঁকিতে আছেন। তার মাঝে ঝুঁকির অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। যেমন তার ওজন বেশি, হাইপারটেনশনও আছে। এছাড়া সম্প্রতি একটি অপারেশনও করিয়েছেন। তার ওপর বয়স হয়েছে প্রায় ৬০ এর কাছাকাছি।’ ৫৯ বছর বয়সী ম্যারাডোনার শারীরিক অবস্থা অনেক দিন থেকেই নানা জটিলতায় পূর্ণ। ১৯৯৭ সালে খেলা ছেড়ে দেওয়ার পর থেকেই এই সমস্যায় ভুগছেন। দীর্ঘ দিনের মাদকাসক্তির কারণে ২০০৪ সালে তীব্র শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত কারণে হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল তাকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status