অনলাইন

মাথাপিছু আয় বেড়ে ২০৬৪ ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৫.২৪ শতাংশ

অনলাইন ডেস্ক

১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, ১২:৪৯ অপরাহ্ন

দেশজুড়ে করোনার মহামারির মধ্যেও বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে।  বর্তমানে বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় দুই হাজার ৬৪ মার্কিন ডলার। যা ২০০১৮-১৯ অর্থবছরের চাইতে মাথাপিছু ১৫৫ ডলার  বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী,  ২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল এক হাজার ৬১০ ডলার, ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৭৫১ ডলার, ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৯০৯ ডলার এবং ২০১৯-২০ অর্থবছরে দুই হাজার ৬৪ ডলার। বিদায়ী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ।  ২০১৮-১৯ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিলো  ৮ দশমিক ১৫ শতাংশ। ফলে বিদায়ী অর্থবছরে তার আগের বছরের চেয়ে ২ দশমিক ৯১ শতাংশ কম প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status