খেলা

লুকাকুর রেকর্ডে সেমিতে ইন্টার

স্পোর্টস ডেস্ক

২০২০-০৮-১১

রোমেলু লুকাকুর রেকর্ডের রাতে ইউরোপা লীগের সেমিফাইনালে উঠেছে ইন্টার মিলান। রোববার রাতে জার্মানির ডুসেলডর্ফে বেয়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়েছে আন্তোনিও কন্তের দল।

জার্মান ক্লাব লেভারকুসেনের বিপক্ষে ১৫তম মিনিটে নিকোলো বারেল্লার গোলে লিড নেয় ইন্টার। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। আর এই গোলেই গড়েন রেকর্ড। ইউরোপা লীগে টানা ৯ ম্যাচে গোল করা একমাত্র খেলোয়াড় তিনি। এরমধ্যে ২০১৪-১৫ মৌসুমে এভারটনের জার্সিতে টানা ৫ ম্যাচে গোল করেছিলেন এই বেলজিক স্ট্রাইকার। এরপর আর ইউরোপা লীগে খেলা হয়নি তার। চলতি মৌসুমে ইন্টারের হয়ে ফিরেই টানা চার ম্যাচে গোল করে রেকর্ডটা নিজের করে নিলেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ গোল করলেন বেলজিয়ান তারকা।

২৪তম মিনিটে কাই হার্ভার্টজ এক গোল শোধ দিলেও শেষ পর্যন্ত লিড ধরে রেখে শেষ চারে ইন্টার। ২০০৯-১০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ জেতার পর প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল উত্তর ইতালির ক্লাবটি। আর ইউরোপের দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতায় রেকর্ড অষ্টমবারের মতো শেষ চারে উঠল ইন্টার মিলান।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status