অনলাইন

রিহ্যাব থেকে ৩ কোম্পানি বহিষ্কার, সহ-সভাপতির পদত্যাগ

অর্থনৈতিক রিপোর্টার

১০ আগস্ট ২০২০, সোমবার, ৯:৪৪ পূর্বাহ্ন

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে তিনটি ডেভেলপার কোম্পানি বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

সোমবার রিহ্যাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৪তম সভায় এই তিন প্রতিষ্ঠানকে বহিষ্কার করা হয়।

কোম্পানি তিনটি হলো-

১. এমবিকে বিল্ডার্স লিমিটেড (রিহ্যাব সদস্য নম্বর # ৫২৪/২০০৮)। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল ইসলাম বাদল।

২. এসএসআরএম ডেভেলপার্স লিমিটেড (রিহ্যাব সদস্য নম্বর # ৭১৮/২০০৯)। ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার মো. মোস্তফা শহীদ, পিএসসি, বিএন (অব.)।

৩. দিপ্তি আবাসন লিমিটেড (রিহ্যাব সদস্য নম্বর # ১৩৮৮/২০১৪)। ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শামীম।

রিহ্যাব থেকে বহিষ্কৃত ডেভেলপার কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সংবলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ ‘রিহ্যাব সদস্য’ পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না।

সভায় রিহ্যাব পরিচালনা পর্ষদের সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া স্বেচ্ছায় পদত্যাগ করেন। লিয়াকত আলী ভূঁইয়া ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিনিধি ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status