বাংলারজমিন

পাকুন্দিয়ায় নৌকা ডুবে স্কুলছাত্র নিখোঁজ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৯:০৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে নৌকা ডুবে মোহাম্মদ আল ফাহাদ (১১) নামের এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাহাদিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা  ঘটে। রোববার বিকেল থেকে সোমবার বেলা ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ মোহাম্মদ আল ফাহাদ উপজেলার বাহাদিয়া মুন্সিবাড়ী গ্রামের দ্বীন ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে কেজি-৪-এ পড়াশুনা করতো।  
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে ফাহাদসহ আরো পাঁচজন বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে ঘুরতে যায়। এ সময় তারা একটি ছোট নৌকায় চড়ে নদে ঘুরতে থাকে। এক পর্যায়ে নৌকাটি ডুবে গেলে অন্যরা পাড়ে পৌঁছতে পারলেও ডুবে যায় ফাহাদ। এ সময় পাড়ে ওঠাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার তৎপরতা শুরু করে। রাত পর্যন্ত চেষ্টা করেও তারা ফাহাদের সন্ধান পায়নি। পরদিন সোমবার সকালে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি প্রশিক্ষিত ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বেলা ৩টা পর্যন্ত দু’দফায় ঘটনাস্থলসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়েও ফাহাদের সন্ধান করতে পারেনি। প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ডুবুরি দলটি।
এদিকে ফাহাদের খোঁজ না পাওয়ায় আহাজারি চলছে তার পরিবারে। অন্তত ছেলের মরদেহটা পাবে এমন আশায় বুক বাধছেন তার মা-বাবাসহ পরিবারের অন্যরা। দীর্ঘ চেষ্টাতেও তার সন্ধান না পাওয়ায় আকাশ চাপা কষ্ট নিয়ে বিলাপ করছে তার মা-বাবা।  
ফাহাদের মামা মোস্তফা কামাল জুয়েল ও নজরুল ইসলাম জানান, নৌকায় ঘুরতে গিয়ে নিখোঁজ হয় আদরের ভাগ্নে ফাহাদ। নৌকা ডোবার সময় বাঁচার অনেক চেষ্টা করেছে সে। প্রবল স্রোতের কারণে পারেনি। কি কষ্টটাই না হয়েছে ভাগ্নেটার। মরদেহটি পেলে মনটা কিছুটা হলেও শান্ত হতো।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া বলেন, ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ পুলিশ সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছেন। দুর্ঘটনাস্থলসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান চালিয়েও মরদেহ পাওয়া যায়নি। প্রবল স্রোতের কারণে অভিযান বন্ধ রাখা হয়েছে।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status