খেলা

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর

কোয়ারেন্টিনে থাকতে হবে না টাইগারদের

স্পোর্টস রিপোর্টার

১০ আগস্ট ২০২০, সোমবার, ৮:৩৮ পূর্বাহ্ন

অবশেষে শ্রীলঙ্কা সফরে যাওয়া নিশ্চিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে চূড়ান্ত হয়নি সূচি। জানা গেছে টাইগাররা সিরিজ খেলতে দেশ ছাড়তে পারে সেপ্টেম্বরের শেষদিকে। তবে প্রথম টেস্ট শুরু হবে ১৫ই অক্টোবরের পর। বলার অপেক্ষা রাখে না দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার রাস্তা পেয়েছে বাংলাদেশ। গত জুনে সফরটি হওয়ার কথা ছিল। কিন্তু লঙ্কানরা চাইলেও করোনাভাইরাসের কারণে গৃহবন্দি থাকা  ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঝুঁকি নিতে চায়নি। এছাড়াও দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় হঠাৎ টেস্ট খেলতে রাজি ছিল না বিসিবি। এবার সিরিজটি ফের আয়োজন করেছে দুই দেশের বোর্ড। সফরে যাওয়ার বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। আর মাঠের ক্রিকেট ছাড়িয়ে আলোচনা এখন কোভিড টেস্ট ও কোয়ারেন্টিন নিয়ে। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘করোনা সতর্কতা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন নিয়ম অনুসারে বাংলাদেশ থেকেই ক্রিকেটারদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে নিয়ে যেতে হবে। এরপর শ্রীলঙ্কায় গিয়ে জরুরি ভিত্তিতে আরো একবার  করোনা টেস্ট করতে হবে সবাইকে। সেই রিপোর্ট নেগেটিভ হলে ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে পারবেন। তাদের ১৪ বা ৭ দিন আইসোলেশনে থাকতে হবে না। তবে অনুশীলনটা বাংলাদেশ দল একা একা করবে। সেখানে লঙ্কান কেউ থাকবে না।’
করোনার কারণে সরা বিশ্বেই ক্রিকেট বন্ধ ছিল। তবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে ফের মাঠে ফেরে ক্রিকেট। সেখানে দেখা গেছে করোনার প্রভাবে বদলে গেছে ক্রিকেটের অনেক নিয়ম কানুন। শুরুতেই ইংল্যান্ড সফরে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলকে। এরপর পাকিস্তানি ক্রিকেটাররাও ইংল্যান্ড সফরে ছিল কোয়ারেন্টিনে। তাই আলোচনা হচ্ছিল বাংলাদেশ দলকে নিয়ে তারা কী করবে। এ বিষয়ে আকরাম খানও জানিয়েছেন একই কথা। তিনি বলেন, ‘আমরা আসলে ১৪ দিন বসে থাকতে চাচ্ছিলাম না। এ নিয়ে আলোচনা চলছে। তবে সতর্কতার জন্য ২০ থেকে ২৫ দিন আগেই লঙ্কা সফরে যাচ্ছি। সেখানে গিয়েও আমাদের সবাইকে করোনা পরীক্ষা দিতে হবে। এতে যারা পজেটিভ আসবে তাদের আইসোলেশনে পাঠানো হবে। তবে আমরা এখান থেকে শতভাগ নিশ্চিত হয়ে শ্রীলঙ্কা যাবো। যেন সেখানে লম্বা সময়টা ক্রিকেটারদের বসে কাটাতে না হয়। অনুশীলন করে যেন ঘাটতি পূরণ করা যায় সেই ব্যবস্থা করা হবে।’   
মার্চ থেকে একের পর এক আন্তর্জাতিক সিরিজ বাতিল হতে থাকে বাংলাদেশ দলের। জুনে শ্রীলঙ্কা সফরও স্থগিত হয় বিসিবির অনিচ্ছার কারণে। তবে আশা ছিল এশিয়া কাপ কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। কিন্তু সেই আশায় গুড়েবালি। কারণ আইসিসি শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট দুটি স্থগিত করেছে। তাই টাইগারদের সামনে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ ছিল না। এবার সেই সুযোগ এসেছে। সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার পাশাপাশি একটি টি-টোয়েন্টি বা ওয়ানডে সিরিজ খেলারও আলোচনা চলছে। এ নিয়ে বিসিবি সিইও বলেন, ‘শনিবার আমাদের একটা আনঅফিসিয়াল মিটিং ছিল। ওখানে আমাদের অনেক বিষয় নিয়েই কথা হয়েছে। শ্রীলঙ্কা সফর, ডিপিএল, বিপিএল এসব নিয়ে কথা হয়েছে। সেদিন রাতেই শ্রীলঙ্কার প্রধান নির্বাহী কল করেছিলেন। দুই-একদিনের ভেতরে এটা চূড়ান্ত হয়ে যাবে।  সফরে আমরা তিনটি টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি নাকি ওয়ানডে খেলব, এটা চূড়ান্ত হয়ে যাবে। এ বিষয়ে তারা তাদের একটা অবস্থান জানাবে। এরপরই আমরা স্কোয়াড ঘোষণা করবো। আমরা সেপ্টেম্বরের ২০ তারিখের পরে শ্রীলঙ্কা সফরে যাবো।’
দল ঘোষণার পর বিশেষ ক্যাম্পের আয়োজন করবে বিসিবি। ক্যাম্পে ক্রিকেটারদের  যোগ দেয়ার আগেও হবে করোনা পরীক্ষা। বিষয়টি জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status