খেলা

রেকর্ড গড়ে পর্তুগালের টিকিট কাটলো মেসিরা

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট ২০২০, সোমবার, ৮:৩৭ পূর্বাহ্ন

লা লিগার শেষ ম্যাচে ছন্দে ফেরার আভাস দিয়েছিল বার্সেলোনা। সেটা তারা টেনে আনলো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে। যদিও বার্সেলোনার মেসি নির্ভরতায় কোনো পরিবর্তন আসেনি। শনিবার শেষ ষোলোর ফিরতি লেগে অধিনায়ক লিওনেল মেসির নৈপুণ্যে নাপোলিকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। একটি করে গোল করেন মেসি, সুয়ারেজ ও ক্লেমেঁ লেংলে। নাপোলির গোলদাতা লরেঞ্জো ইনসিনিয়ে। প্রথম লেগে ১-১ গোলে ড্র করে ফিরেছিল কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৪-২ অগ্রগামিতায় শেষ আটে নাম লেখালো কিকে সেতিয়েনের দল। রেকর্ড গড়ে পর্তুগালের টিকিট কাটল কাতালানরা। ইউরোপ সেরার মঞ্চে একমাত্র ক্লাব হিসেবে টানা অষ্টমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলো বার্সেলোনা। পর্তুগালের লিসবনে হবে আসরের পরের অংশের সবগুলো ম্যাচ।
শনিবার রাতে ন্যু ক্যাম্পে গোলের প্রথম সুযোগটা পেয়েছিল নাপোলি। কিন্তু পোস্টে লাগে নাপোলির বেলজিয়ান ফরোয়ার্ড ড্রিস মার্টেন্সের ভলি।
দশম মিনিটে আচমকা গোল পেয়ে যায় বার্সেলোনা। ইভান রাকিটিচের কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান ফরাসি ডিফেন্ডার ক্লেমেঁ লেংলে।
২৩তম মিনিটে ম্যাজিক দেখান মেসি । সুয়ারেজের কাছ থেকে বল পাওয়ার পর নাপোলির চারজন খেলোয়াড় ঘিরে ধরেন মেসিকে। পরে যোগ দেন আরো একজন। পাঁচ জনের দেয়াল থেকে বের হতে গিয়ে মাটিতে পড়ে যান মেসি। তবুও বলের নিয়ন্ত্রণ হারাননি। ওই অবস্থাতেই জাদুকরি বাম পায়ের প্লেসিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন বার্সা অধিনায়ক। চলমান আসরে এটি মেসির তৃতীয় গোল । চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোয় মেসির এটি ৩০ ম্যাচে ২৭তম গোল। প্রতিযোগিতায় তার মোট গোল হলো ১১৫। ইউরোপ সেরার মঞ্চে এ নিয়ে পৃথক ৩৫ দলের বিপক্ষে গোল পেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ দলের বিপক্ষে গোল করেছেন রোনালদো।
কয়েক মিনিটের মধ্যে আরো এক গোল করেছিলেন মেসি। ভিএআরে গোল বাতিল হয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে নাপোলি ডিফেন্ডার কালিদু কুলিবালি মেসিকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করেন লুইস সুয়ারেজ। এরপরই মের্টেন্সকে ফাউল করেন রাকিটিচ। পেনাল্টি পায় নাপোলি। গোল করে ব্যবধান কমান নাপোলি অধিনায়ক ইনসিনিয়ে। দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে চেপে ধরে নাপোলি। তবে কাজের কাজ করতে ব্যর্থ হয় কোচ জেনারো গাত্তুসোর দল। এ নিয়ে ১৩ বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলো বার্সেলোনা। তবে পরের পথটা বেশ কঠিন। আগামী শুক্রবার পর্তুগালের লিসবনে এক লেগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status