বাংলারজমিন

দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নারীসহ আপত্তিকর অবস্থায় আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে

৯ আগস্ট ২০২০, রবিবার, ৬:৪৮ পূর্বাহ্ন

দিনাজপুর জেলা পরিষদের রেষ্ট হাউজে দুই নারীসহ পরিষদের প্যানেল চেয়ারম্যান সফিকুর রায়হানকে আটক করা হয়েছে। এসময়  পরিষদের সদস্য মোস্তাফিজ রহমান ফিজার (চিরিরবন্দর) এবং তাদের অপর দুই সঙ্গীকে আটক করা হয়। পরে আদালতে প্রেরণ করে পুলিশ।  দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টায় দিনাজপুর জেলা পরিষদের রেস্ট হাউজে অভিযান চালায়। এ সময় আপত্তিকর অবস্থায় রিশিতা আক্তার ঈতিসা ওরফে বিতিসা (২৮) ও ঝর্ণা রানী সাথী ওরফে  বন্যা (২০) এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সফিকুর রায়হান (৪৮), পরিষদের সদস্য মোস্তাফিজ রহমান ফিজার (৪৬) তাদের সঙ্গী জাহিদুল  সরকার (৩৬) ও   মহির উদ্দিন কাসেম (৩৪)কে আটক করে পুলিশ। তাদের দলীয় পরিচিতি থাকায় আটক করে থানায় নিয়ে আসার পর তাদের ছাড়াতে দৌড়ঝাপ শুরু হয় কতিপয় ক্ষমতাসীন দলের নেতাদের।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোজাফফর হোসেন জানিয়েছেন, আপত্তিকর অবস্থায় আটক দুই নারীর বাড়ি চিরিরবন্দরে হলেও তারা এখন সদর উপজেলার গোপালগঞ্জ এলাকায় বসবাস করেন। আটককৃত ৬ জনকেই আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে দিনাজপুর জেলা পরিষদ এর চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী জানান, যেহেতু তারা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে, মামলা হয়েছে, সেহেতু এ বিষয়ে আমার বলার কিছু নেই।  দোষি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status