বাংলারজমিন

চাঁদপুরে ৩টি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

৮ আগস্ট ২০২০, শনিবার, ৫:৩৮ পূর্বাহ্ন

চাঁদপুরে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন ও স্বাস্থ্যবিধি না মানায় এম. ভি. রফ রফ-২, এমভি রাসেল ও এমভি শাহ আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে লঞ্চকে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তরের মেরিন এন্ড সেফটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম।
বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তরের মেরিন এন্ড সেফটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম জানায়, এম. ভি. রফ রফ-২এর  লঞ্চের মাস্টারকে ২০ হাজার, এমভি রাসেলকে  ৫ হাজারও  এমভি শাহ আলী লঞ্চকে ৫ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমান করা হয়েছে অতিরিক্ত যাত্রী পরিবহন ও স্বাস্থ্যবিধি না মানায়। এ ছাড়াও কিছু যাত্রীকে মাক্স না পড়ায় জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর বন্দর ও পরিবহনের উপ-পরিচালক কায়সারুল ইসলাম,  জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি  ইমরান হোসাইন, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status