বাংলারজমিন

ভাসছে চাঁদপুর

মোরশেদ আলম, চাঁদপুর থেকে

৭ আগস্ট ২০২০, শুক্রবার, ৭:২৪ পূর্বাহ্ন

বন্যার পানিতে প্লাবিত হয়েছে চাঁদপুর জেলা। শহর এবং গ্রামে সর্বত্রই ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গত বুধবার বিকালে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে পুরো জেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে হঠাৎ করে চরম বিপাকে পড়েছেন গ্রামাঞ্চলের সাধারণ মানুষ। বুধবার বিকালে থেকে ধীরে ধীরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বন্যায় পরিণত হয়। রাত সাড়ে ৮ টায় শহরের বিভিন্ন সড়ক পানিতে ডুবে যেতে দেখা যায়। এর মধ্যে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, চিত্রলেখা মোড়, হাজী মুহসীন রোড, চাঁদপুর হাসান আলী স্কুল মাঠ, মিশন রোড, পালপাড়া, ঘোষপাড়া, নতুনবাজার,  গুয়াখোলা প্রফেসর পাড়া কাজী নজরুল ইসলাম সড়ক স্ট্যান্ড রোড, ট্রাক রোড এবং শহরের বঙ্গবন্ধু সড়কসহ শহরের বিভিন্ন পাড়া,  মহল্লা এবং বিভিন্ন সড়কগুলো বন্যার পানিতে ডুবে যেতে দেখা যায়। এতে করে ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। হঠাৎ করে শহরের সড়কগুলোতে বন্যার পানিতে প্লাবিত হওয়ায় অনেক সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া পুরানবাজার,  দোকানঘর, বহরিয়া, হাইমচর, চান্দ্রা, হানারচর, লক্ষ্মীপুর, রামদাসদী, রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর, রঘুনাথপুর, কোড়ালিয়া, কাশিম বাজার, তরপুরচণ্ডী সহ নদীর পাড়কেন্দ্রিক এলাকাগুলোতেও ব্যাপক পানি বৃদ্ধি পেতে দেখে গেছে। ফলে  বুধবার বিকাল থেকে দোকানঘর লোহারপুল হয়ে নতুনবাজার, পুরানবাজার ব্রিজ পর্যন্ত সড়কটিতে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। একই অবস্থা হয় পুরানবাজার থেকে নতুনবাজারে আসার আরো দু’টি সড়কেরও। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কিছু লোক রাস্তায় গাছ ফেলে এমনকি ব্যারিকেড  দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। যার কারণে আটকা পড়ে যায় নতুনবাজারের উদ্দেশে আশা শত শত লোকজন ও বিভিন্ন যানবাহন। এদিকে এদিন রেকর্ড পরিমাণ পানি বৃদ্ধি পাওয়ায় গ্রামাঞ্চলের বহু পরিবার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেড়িবাঁধের সড়কের পাশে আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া গেছে। হঠাৎ করে চাঁদপুরে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরজুড়ে পানিতে প্লাবিত হওয়ায় অনেকেই এটিকে ’৮৮ কিংবা ’৯৮ এর মতো ভয়াবহ বন্যার আশঙ্কা বলে ধারণা করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status