বাংলারজমিন

হাটহাজারীতে গাছের সাথে এ কেমন শত্রুতা!

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

২০২০-০৮-০৬

রাতের অন্ধকারে পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রামের হাটহাজারীতে বাগানের ৫শতাধিক গাছের চারা কেটে ফেলায় এলাকায় সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় বৃহস্পতিবার (৬ আগস্ট) একটি মামলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে হাটহাজারী বাসস্ট্যান্ডের পশ্চিমে ১নং দক্ষিণ পাহাড়তলী স্বন্দ্বীপ কলোণিস্থ স্বন্দীপপাড়া এলাকায়।ভুক্তভোগী রেহেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে দৈনিক মানবজমিন কে বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করে বিচার না হওয়ায় আমার সন্তানের মতো এই চারা গাছের প্রতি এমন শত্রুতা দেখিয়েছেন একই এলাকার মো. রহিম, তার স্ত্রী বাচু ও পুত্র হৃদয় গং। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ভুক্তভোগী রেহেনা বেগম ঐ এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী।
ভুক্তভোগী রেহেনা বেগম মানবজমিন কে বলেন, প্রতিপক্ষগণ দফায় দফায় আমাদের উপর হামলা করে। প্রতিবার থানায় অভিযোগ করেও কোন বিচার পাইনি। তারা আবারো ১আগষ্ট পবিত্র ঈদের দিন রাতে স্বন্দীপপাড়া পাহাড়ে লাগানো বাগানের ২শ কলা গাছ ও ৩ শতাধিক আকাশি গাছের চারা কেটে দিয়েছে। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জেরেই এ পরিবেশবান্ধব ও ফলজি গাছের প্রতি অমানবিক ঘটনা ঘটিয়েছে তারা।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম মানবজমিন কে জানান, গাছের সাথে শত্রুতা দেখিয়ে আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এসআই হাবিব মামলাটির তদন্ত অফিসার। আসামি ধরার জন্য পুলিশ মাঠে কাজ করছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status