বাংলারজমিন

জাফলংয়ে পর্যটকদের নিষেধাজ্ঞা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ১০:২১ পূর্বাহ্ন

সিলেটের গোয়াইনঘাটের জাফলং পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকদের গুচ্ছগ্রাম পয়েন্ট থেকেই ফিরিয়ে দিচ্ছে পর্যটন পুলিশ। পর্যটন পুলিশ পর্যটকবাহী যানবাহন আটকে তা ফিরিয়ে দিচ্ছেন। পর্যটন স্পট সমূহে পর্যটকদের আনাগোনায় সরকারের নির্দেশনা না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পর্যটন কেন্দ্র সমূহ প্রশাসনের অগোচরে কিছু পর্যটক পর্যটন স্পটে ঘুরে বেড়ানোর পাশাপাশি কিছু জনসমাগম হয়। এমন ঘটনার কারণে মঙ্গলবার জাফলং পর্যটন স্পটের জিরো পয়েন্টে অনাকাঙ্ক্ষিতভাবে একজন পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিষেধাজ্ঞা ভেঙ্গে পর্যটক আনাগোনার ঘটনায় প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে এমন কঠোরতা দেখানো হচ্ছে। বুধবার সরজমিন জাফলং পর্যটন এলাকা পরিদর্শনকালে ঘুরে দেখা যায় প্রশাসনের নির্দেশে পুলিশ এবং বিভিন্ন পয়েন্টে অবস্থানের কারণে পর্যটক এবং পর্যটকবাহী গাড়ি প্রবেশে বাধা দেয়া হচ্ছে। প্রশাসনের নির্দেশনা পুলিশের কঠোরতার কারণে দেখা যায় জাফলংয়ের পর্যটন কেন্দ্র প্রায় পর্যটক দর্শনার্থী শুন্য। কোথাও পর্যটকদের সমাপ্তি নেই বললেই চলে।
গুচ্ছগ্রাম পয়েন্ট ব্যাপারে কথা হলে পর্যটন পুলিশের জাফলং সাব-জোনের ইন্সপেক্টর রতন শেখ জানান ভাইরাস জনিত কারণে সবকটি পর্যটন স্পট বন্ধ রয়েছে। তারপরও দুই একজন পর্যটক আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জিরো পয়েন্টসহ বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে ঢুকে পড়ে। তুমি একজন পর্যটক মঙ্গলবার
জাফলং জিরো পয়েন্ট থেকে নিখোঁজ হন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব বলেন, দেশে করুণা ভাইরাসজনিত কারণে সরকার অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পর্যটন স্পট গুলোও বন্ধের আওতায় রাখেন। তাই সরকারের নির্দেশনায় বন্ধ থাকা পর্যটন স্পটে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে দুই একজন পর্যটক পর্যটন স্পটে ঢুকে পড়ছে। গতকাল নিখোজ হওয়া পর্যটককে উদ্ধারে প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যেহেতু সরকারি নির্দেশনায় পর্যটন স্প বন্ধ রেখে জনসাধারণকে সুরক্ষিত রাখার জন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেহেতু জাফলং জিরো পয়েন্টসহ সকল স্থানে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটক আনাগোনা বন্ধ রাখা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status