বাংলারজমিন

ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে বৈঠক

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৫ আগস্ট ২০২০, বুধবার, ৮:১২ পূর্বাহ্ন

 সিলেট নগরীর বাগবাড়ী এলাকার মানিক কপালীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট নগরীর বাগবাড়ী এলাকার বায়তুল হামদ্ মসজিদের মোতাওয়াল্লি হাজী আলা মিয়ার বাসায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করার দাবি জানানোর হয়। তারপর এলাকাবাসীর উপস্থিতিতে এ ঘটনায় নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের লক্ষ্যে পুলিশ কমিশনারের বরাবর আবেদন, মানববন্ধন ও  সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশের সভাপতিত্বে ও এডভোকেট মো. জাহিদ সারওয়ার সবুজ ও নিখিলেশ দাশ নিটুর যৌথ পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সিসিক ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, বৃহত্তর বাগবাড়ীর প্রমুক্ত একতা যুব সংঘের আহ্বায়ক আবুল হোসেন হেনা, মিলন দেব, মো. আলা মিয়া, মঈনুল হক চৌধুরী, ছানাউল হক ছানা, রফিকুল ইসলাম ফেনু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা দেলোয়ার আজহার, গণেশ ভট্টাচার্য্য, সমর চৌধুরী, শিমুল কপালী, সুভাষ রায়, ডা. ননী গোপাল দত্ত, তজমুল হোসেন, সুমন রায় তালুকদার, উৎপল দেব, সুজন দাশ, ননী গোপাল রায়, আশীষ কপালী, মো. আব্দুর রব, হিমেল রায়, সুনীল মজুমদার, এডভোকেট স্বপন দেব, শান্ত দেব, মুজাহিদুর রহমান মান্না, রেজাউল রহমান সেলিম, বিশ্বজিৎ দাস, একে এম ফজলুল হক, হাফিজুর রহমান হানু, হারুনুর রশীদ, বিজয় দত্ত, মফিজুর রহমান মনু, বিপ¬ব দেব, রজত দেব প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status