খেলা

সিলেট সিক্সার্সকে বিসিবির আইনি নোটিশ

স্পোর্টস রিপোর্টার

৫ আগস্ট ২০২০, বুধবার, ৬:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পারিশ্রমিক নিয়ে অভিযোগ এসেছে  খেলোয়াড়দের সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এসোসিয়েশনের (ফিকার) জরিপে। যদিও বিসিবি এমন প্রতিবেদন বিভ্রান্তমূলক ও ভিত্তিহীন বলে দাবি করেছে। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা স্বীকার করেছিল বিসিবি। মূলত জানা গেছে বিপিএলের ৬ষ্ঠ আসরে খেলা সিলেট সিক্সার্স

কিছু বিদেশি ক্রিকেটার ও কোচের পাওনা পরিষোধ করেনি। এ কারণেই এরই মধ্যে এই ফ্র্যাঞ্চাইজিকে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘এজেন্টদের মাধ্যমে জানতে পেরেছি যে কিছু ক্রিকেটারদের এখনো পারিশ্রমিক পাননি। ১৭০-১৮০ জন ক্রিকেটের মধ্যে এমন উদাহরণ আছে ৩ বা ৪ জন ক্রিকেটারের পারিশ্রমিক নিয়ে।  সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি। এরই মধ্যে আইনি ব্যবস্থা নিয়েছি। তবে তারা অনেক দিন ধরেই দিচ্ছি দিচ্ছি বলে সময় নিচ্ছে।’

সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে মোট ছয়টি টুর্নামেন্টে। ফিকার অভিযোগে থাকা ছয় টুর্নামেন্টের মধ্যে আছে আইসিসি’র পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লীগ- বিপিএল। বাকি পাঁচ টুর্নামেন্ট হলো গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা, আবুধাবী টি-টেন, কাতার টি- টেন, ইউরো টি-টোয়েন্টি এবং মাস্টার্স চ্যাম্পিয়ন্স লীগ। ফিকার সবশেষ বার্ষিক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টগুলোতে খেলা এক-তৃতীয়াংশের বেশি ক্রিকেটারের পারিশ্রমিক পেতে দেরি হয় কিংবা একেবারেই পায় না। যেখানে বিপিএলের এমন অনিয়ম নিয়ে অভিযোগ আছে। তবে এমন প্রতিবেদন মানতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দাবি করেছে ফিকা’র প্রকাশিত প্রতিবেদন বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status