খেলা

অর্ধেকেরও কম ম্যাচ খেলে ধোনির বিশ্বরেকর্ড ভাঙলেন মরগান

স্পোর্টস ডেস্ক

৫ আগস্ট ২০২০, বুধবার, ১১:০৫ পূর্বাহ্ন

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানোর নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইংল্যান্ডের এউইন মরগান। এতদিন পর্যন্ত রেকর্ডটা ছিল ভারতের মহেন্দ্র সিং ধোনির দখলে। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে ১৬৩তম ম্যাচ খেলতে নেমে ২১২ ছক্কার মাইলফলক স্পর্শ করেন মরগান। ২১১টি ছক্কা হাঁকাতে ধোনির খেলতে হয়েছিল ৩৩২ ম্যাচ।

তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে মরগানের (৩২৮) চেয়ে বেশি ছক্কা রয়েছে ধোনির (৩৫৯)। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ১৭১টি ছয় নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের ছক্কা ১৭০টি।  
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮৪ বলে ১০৬ রানের ইনিংস উপহার দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগান। তাতে ৩২৮ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। তবে পল স্টার্লিংয়ের ১৪২ ও অধিনায়ক অ্যান্ডি বালবার্নির ১১৩ রানের সুবাদে ৭ উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে আইরিশরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status