খেলা

ফ্লাইট জটিলতায় জামাল ভূঁইয়া ও তারিক কাজী

স্পোর্টস রিপোর্টার

৫ আগস্ট ২০২০, বুধবার, ৮:৩৩ পূর্বাহ্ন

কোভিড-১৯ টেস্টের মধ্য দিয়ে আজ থেকে তিন ভাগে ক্যাম্পে উঠবেন প্রাথমিক দলে ডাক পাওয়া ৩৬ ফুটবলার। করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রতিদিন ১২ জন করে ফুটবলার ওঠানো হবে গাজীপুরের সারা রিসোর্টে। নতুন ডাক পাওয়া এবং অপেক্ষাকৃত জুনিয়রদের রাখা হয়েছে ৫ই আগস্টের তালিকায়। তারপর ১২ জন করে ওঠার কথা ৬ ও ৭ই আগস্ট।  প্রথমবারের মতো ডাক পাওয়া ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী এবং অধিনায়ক জামাল ভূঁইয়াকে যোগ দিতে বলা হয়েছে শেষ দিন, ৭ই আগস্ট। কিন্তু ফ্লাইট জটিলতায় নির্ধারিত সময়ে দুইজনের পক্ষেই ক্যাম্পে যোগ দেয়া সম্ভব হচ্ছে না। ডেনমার্ক ও ফিনল্যান্ড থেকে এই মুহূর্তে ঢাকা আশা বেশ কঠিন। বিশেষ করে এশিয়ায় বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভ্রমণে রয়েছে কড়াকড়ি। তাই তারা কীভাবে ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন, তা নিশ্চিত করে বলতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। জামাল ভূঁইয়া ও তারিক কাজী ছাড়া বাকিদের ৭ই আগস্টের মধ্যে ক্যাম্পে ওঠার কথা। ১৬ই আগস্ট ইংল্যান্ড থেকে কোচরা চলে আসবেন সেটা এক প্রকার নিশ্চিত। প্রধান কোচ জেমি ডে ইংল্যান্ড থেকে জামাল ও তারিক কাজীর দেশে ফেরা প্রসঙ্গে বলেন, ‘ওদের এ মুহূর্তে আসা কঠিন। আমার মনে হয় না, ২০শে আগস্টের আগে তারা কোনো ফ্লাইটের ব্যবস্থা করতে পারবে। এ সময়টা আসলেই বেশ কঠিন।’ এখনো টিকিট নিশ্চিত না হলেও কোচ জেমি ডে আশা করছেন, সহকারী স্টুয়ার্টকে নিয়ে ১৬ই আগস্ট বাংলাদেশে আসতে পারবেন। তবে ফিটনেস কোচ, গোলরক্ষক কোচ ও ফিজিও কবে নাগাদ আসবেন- এ ব্যাপারে নিশ্চিত নন জেমি ডে। বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ অবশ্য বলছেন, ‘ইংল্যান্ড থেকে আমরা ৫ জনকেই একসঙ্গে ফ্লাই করানোর চেষ্টা করবো। যদিও নতুন যে তিনজন আসবেন ফিটনেস কোচ, ফিজিও ও গোলরক্ষক কোচ তাদের নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি। দুই-তিন দিনের মধ্যেই আমরা নতুন চারজন চূড়ান্ত করে ফেলবো এবং তাদের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠাবো।’ কোচদের আসার দিনক্ষণ সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক ধারণা দিতে পারলেও পারেননি জামাল আর তারিকের ফ্লাইটের বিষয়ে। তিনি বলেন, ‘আশা করি ইংল্যান্ড থেকে কোচিং প্যানেলের পাঁচজন ১৬ই আগস্ট ফ্লাই করতে পারবেন। তবে দুই প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া ও তারিক কাজীর বিষয় নিয়ে আমরা কাজ করছি। ঢাকায় আসার যে পথগুলো আছে সেগুলো জানাতে বলেছি তাদের। তাদের ক্যাম্পে যোগ দিতে এক-দেড় সপ্তাহ দেরি হতে পারে।’ জামাল ভূঁইয়া ও তারিক কাজীর সঙ্গে স্থানীয় যে ১০ জনের ৭ই আগস্ট শেষদিন ক্যাম্পে যোগ দেয়ার কথা তারা হলেন- তৌহিদুল আলম সবুজ, মামুনুল ইসলাম মামুন, আশরাফুল ইসলাম রানা, নাবীব নেওয়াজ জীবন, সাদ উদ্দিন, শহিদুল আলম সোহেল, তপু বর্মন, আতিকুর রহমান ফাহাদ, রায়হান হাসান ও ইয়াসিন খান। আগামীকাল ক্যাম্পে দ্বিতীয় দিনে যোগ দেবেন- আনিসুর রহমান জিকু, সুশান্ত ত্রিপুরা, রবিউল হাসান, আরিফুর রহমান, মাসুক মিয়া জনি, মতিন মিয়া, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, রহমত মিয়া, রিয়াদুল হাসান, রাবিক হোসাইন ও টুটুল হোসেন বাদশা। ক্যাম্পের প্রথম দিন, অর্থাৎ আজ যোগ দেয়ার কথা পাপ্পু হোসেন, বিশ্বনাথ ঘোষ, নাজমুল ইসলাম রাসেল, ম্যাথিউস বাবু, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিদ,
মানিক হোসেন মোল্লা, মনজুরুর রহমান মানিক, মো. আবদুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপুল আহমেদ ও মাহবুবুর রহমান সোহেলের। বিশ্বকাপ বাছাইয়ের বাকি চার ম্যাচের তিনটিই ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই সিলেট জেলা স্টেডিয়ামে। ৮ই অক্টোবর আফগানিস্তান, ১২ই নভেম্বর ভারত এবং ১৭ই নভেম্বর ওমানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি ১৩ই অক্টোবর দোহায়। ‘ই’ গ্রুপে কাতার ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ওমানের পয়েন্ট ১২। আর ৪ পয়েন্ট নিয়ে এরপরই আছে আফগানিস্তান। চতুর্থ স্থানে থাকা ভারতের পয়েন্ট ৩ এবং ১ পয়েন্ট নিয়ে সবার নিচে বাংলাদেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status