খেলা

ফিফার করোনা অনুদান জানুয়ারিতে!

স্পোর্টস রিপোর্টার

৫ আগস্ট ২০২০, বুধবার, ৮:৩৩ পূর্বাহ্ন

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সব ধরনের খেলাধুলা। খেলা না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েন বিভিন্ন দেশের অসচ্ছল ফুটবলাররা। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সেসব ফুটবলারকে সহায়তা দেয়ার জন্য গত ২৫শে জুন নীতিগত সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। আগামী বছর জানুয়ারিতে ফিফার সেই অনুদান অন্যদের মতো এক মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি টাকা) পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।
২১১টি জাতীয় ফুটবল এসোসিয়েশনের প্রত্যেকটির জন্য ১০ লাখ ডলার অনুদান তো রয়েছেই, এর বাইরে যেকোনো এসোসিয়েশন বা ফেডারেশন ফিফার কাছ থেকে বিনা সুদে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ৫০ লাখ ডলার ঋণ নিতে পারবে। ফিফা এই করোনা-সহায়তা বাস্তবায়ন করবে তিনটি ধাপে। আর সব নিয়ম অনুসরণ করেই অর্থ দিবে তারা। আবেদনপত্র নির্দেশিত অর্থ খরচ পরিকল্পনার সমর্থনে থাকতে হবে কাগজপত্র। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাছে সেটা গৃহীত হলেই কেবল অনুদান পাওয়া যাবে। এই প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আবেদন করতে সাত-আট দিন সময় লাগবে আমাদের। আশা করি জানুয়ারিতে ফিফার অনুদান পেয়ে যাবে সদস্য দেশগুলো।’ আর এই অনুদান কোথায় কোথায় ব্যবহার করা হবে তাও বলে দিলেন তিনি, ‘করোনায় ক্ষতিগ্রস্ত ফুটবলারদের আমরা প্রথমে সাহায্য করবো। জাতীয় ফুটবলার, প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নশিপ লীগ এবং সকল জুনিয়র লীগের ফুটবলারদের আর্থিক সহায়তা দেয়া হবে। সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হবে প্রতিটি বিভাগীয় ফুটবল এসোসিয়েশন, জেলা ফুটবল এসোসিয়েশন ও ক্লাবগুলোর দিকেও।’ তবে বিনা সুদে ঋণ নেয়ার সুযোগ থাকলেও ফিফার কাছ থেকে ঋণ নেয়ার পক্ষপাতী বাফুফে নয় বলে জানান সোহাগ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status