বাংলারজমিন

রাজারহাটে হামলায় নিহত ১, ৫ বাড়ি লুটপাট, গ্রেপ্তার ৩

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

৫ আগস্ট ২০২০, বুধবার, ৮:২১ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শত্রুতার  জের ধরে প্রতিপক্ষের হামলায় আক্কাস আলী (৩০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। অপরদিকে বিবাদীদের পৃথক ৫টি বাড়িতে হামলা চালিয়ে কোটি টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে উপজেলার উমরমজিদ ইউনিয়নের ফুলখাঁ মুজাহিদ পাড়ায় শনিবার ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টায়। এ ঘটনায় নিহতের ছোটভাই খোরশেদ আলম বাদী হয়ে ১৬ জনের নামে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলো- রোস্তম আলী মাস্টার (৫৫), মোছা. ছালমা বেগম (৩৫) ও জুয়েল রানা (২৭)। সরজমিনে জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের ফুলখাঁ মুজাহিদ পাড়ায় ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব শক্রতার জের ধরে কথা কাটির একপর্যায়ে বিবাদী সাইফুল হাজী গংরা পার্শ্ববর্তী মৃত খতিব উদ্দিনের পুত্র আক্কাস আলী (৩০), চাঁদ মিয়ার পুত্র সুমন মিয়া (১৭) কে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দিবাগত রাতে আক্কাস আলী মারা যায়। বর্তমানে সুমন মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঈদের দিন বাদ মাগরিব হামলার পরপরই রাত ৮টায় আক্কাস আলী ও সুমন মিয়া মারা গেছে এমন গুজব ছড়িয়ে এলাকার কিছু দুর্বৃত্তরা সংঘটিত হয়ে বিবাদী সাইফুল হাজী গংদের ভাই ও ছেলের পাঁচটি পৃথক বাড়িতে ভাংচুর ও লুটপাট চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার, গরু- ছাগল, ধান-চাল সুপারি-পাটসহ বাড়ীর আসবাবপত্র লুট করে নিয়ে যায়। একাধিক লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় কোটি টাকার মালামাল লুট হয়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, ওই ৫টি পরিবারের ঘরের সব জিনিস লুটপাট হয়েছে ছিন্নভিন্ন হয়ে সব কিছু পড়ে আছে। এমনকি শয়ন ঘরের খাট পর্যন্ত নিয়ে গেছে সন্ত্রাসীরা। থানা পুলিশের পক্ষ থেকে বিবাদী সাইফুল হাজী্থর বাড়ীর উঠানে পুলিশি প্রহরা দিতে দেখা গেছে। শনিবার দিবাগত রাতে রাজারহাট থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করার খবর নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু সরকার। তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য এলাকার সচেতন মহলের দাবি পুলিশ প্রশাসনের নিকট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status