বাংলারজমিন

ধরলার ভাঙনে ভিটেহারা শতাধিক পরিবার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

৫ আগস্ট ২০২০, বুধবার, ৮:০৫ পূর্বাহ্ন

 কুড়িগ্রামের ফুলবাড়ীতে বন্যার পানি কমতে শুরু করলেও ধরলা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনের সঙ্গে নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত একর আবাদি জমি। এবারের তিন ধাপে বন্যায় ধরলার করাল গ্রাসে রক্ষা পায়নি চরাঞ্চলের ঘরবাড়ি। সেই সঙ্গে ভিটেমাটি সহায় সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছে শতাধিক পরিবার। এতে দিশাহারা হয়ে পড়েছে কৃষকরা।
সরজমিন গিয়ে দেখা যায়, উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেখলির চর, চর-বড়লই, পশ্চিম ধোনিরাম গ্রামের প্রায় শতাধিক পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এক একটি পরিবার ৪ থেকে ৫ বার ঘরগুলো স'ানান্তরিত করেও রক্ষা পায়নি। অনেকে বড় ওয়াপদা বাঁধে আশ্রয় নিলেও গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন। অন্যের জমিতে মাথাগোঁজার ঠাঁই পেলেও কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন। নদী ভাঙনের শিকার মো. ভোলা মিয়া (৪৫), মোছা. ময়না বেগম (৪০), মোছা. রোজিনা বেগম (৪১) জানান, আমার ভিটেমাটি ভেঙে নিয়ে গেছে ধরলা নদী। অন্যের জায়গায় কোনোভাবে আছি, সরকার যদি একটু আমাদের সহযোগিতা করতো আমরা বাঁচতে পারতাম। বসতবাড়ি হারানো সামেদ আলী (৫০), শামসুল (৪৫) জানান, আমার বাড়িঘর ধরলা নদী গিলে ফেলেছে, ঘর তোলার জায়গা নাই। এখন কি যে করবো? একমাত্র আল্লাহই জানেন।
ফুলবাড়ী ইউনিয়নের কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের তাজুল ইসলাম (৪০), দুলাল মিয়া (৩৯), রাশেদুল (৩৫), শাহাজাহান আলী (৪০), শাহিন মিয়া (৩২), ইছা আলী (৩৪) জানান, আমাদের ঘরবাড়ি ধরলা নদী ভেঙে নিয়ে গেছে। বর্তমানে আমরা খুব কষ্টে বেঁচে আছি। ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর-রশিদ ও বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী জানান, আমাদের ইউনিয়নের নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বসতভিটা ছেড়ে রাস্তায়, অন্যের জমিতে ও আবাসনে বসবাস করছে। তালিকা তৈরি করে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, সকল ইউপি চেয়ারম্যানদের ফরম দেয়া হয়েছে। যারা নদী ভাঙনের কবলে পড়েছে তাদের তালিকা করে উপজেলা ত্রাণ শাখায় জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status