বাংলারজমিন

বানিয়াচঙ্গে বন্যা কবলিত এলাকায় গো-খাদ্য দিয়ে আসলেন ইউএনও

মখলিছ মিয়া,বানিয়াচং (হবিগঞ্জ) থেকে

৩ আগস্ট ২০২০, সোমবার, ৪:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জে বানিয়াচঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী পরিবারের গবাদিপশুর জন্য গো-খাদ্য বিতরণ করা হয়েছে। ৩ রা আগষ্ট সোমবার বানিয়াচং সদরের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও হাওর পাড়ের বাড়ীতে গিয়ে নিজ হাতে গো- খাদ্য (খৈল,ভূসি,কুঁড়া) গবাদি পশুর মালিকদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস। গো-খাদ্য বিতরণকালে নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বানিয়াচংয়ের অধিকাংশ গ্রামগুলি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অসহায় মানুষগুলি তাদের গবাদিপশুর খাদ্য সংকটে রয়েছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত গবাদি পশুর গো-খাদ্য ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করছি। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা করে পর্যায়ক্রমে বানিয়াচঙ্গের ১৫টি ইউনিয়নের প্রায় ৫শতাধিক গবাদি পশুর মালিককে গো-খাদ্য দেয়া হবে। আমরা চাই মানুষের পাশাপাশি আমাদের গবাদিপশু গুলোও যেন খাদ্য সংকটে না পড়ে, এজন্য মানুষের খাদ্য সহায়তার সাথে গবাদি পশুর প্রতিও বিশেষ নজর দেয়া হয়েছে। গো-খাদ্য বিতরণের পাশপাশি অধিকাংশ অসহায় হতদরিদ্র পরিবারের পুষ্টি চাহিদা পূরনের জন্য শিশু খাদ্য হিসেবে প্রায় ২০টি পরিবারের সদস্যদের হাতে গুরুর দুধ তুলেদেন ইউএনও মাসুদ রানা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status