খেলা

আমি পাকিস্তানের সেরা অভিনেতা: শোয়েব

স্পোর্টস ডেস্ক

২ আগস্ট ২০২০, রবিবার, ১১:৫১ পূর্বাহ্ন

 
নিজেকে পাকিস্তানের সেরা অভিনেতা দাবি করলেন শোয়েব আখতার। কারণটাও ব্যাখা করেছেন সাবেক এই পেসার। পাক প্যাশনকে শোয়েব বলেন, 'প্রায়শ ইনজুরি নিয়ে খেলেছি। কিন্তু সবাইকে বুঝিয়েছি আমার কিছু হয়নি।'
 
এখন অবধি দ্রুততম বোলারের রেকর্ডটা শোয়েবের দখলে। ২০০৩ বিশ্বকাপে ১৬১.৩ কি.মি. গতিতে বল করেন তিনি। তবে ইনজুরির কারণে শোয়েবের ক্যারিয়ার খুব একটা বড় হয়নি। পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে এবং ১৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব। তিন ফরম্যাটে যথাক্রমে ১৭৮, ২৪৭ ও ১৯ উইকেট নেন তিনি। 
 
দেশের ইতিহাসের অন্যতম সেরা পেসার হওয়া সত্ত্বেও শোয়েবকে কাজে লাগাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর অাগে নিজ থেকেই কয়েকবার পাকিস্তানের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন শোয়েব। আবারো বললেন, 'যদি পিসিবি আমাকে হায়ার করে, আমি বিনামূল্যে কাজ করবো। কেউ যেন আমাকে কল করে এটা বলতে না পারে যে আমার ছেলেকে দলে নাও- এটাও নিশ্চিত করবো। আমার মেধা দিয়ে এমন ৩০ জন ক্রিকেটার প্রস্তুত করবো, যারা সুপারস্টার হয়ে উঠবে।'
পিসিবি কি এবার শোয়েবের কথা শুনবে? 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status