বিশ্বজমিন

করোনা: অক্টোবরেই টিকা শুরুর প্রস্তুতি রাশিয়ার

মানবজমিন ডেস্ক

১ আগস্ট ২০২০, শনিবার, ৬:৪৫ পূর্বাহ্ন

অক্টোবর থেকেই করোনা ভাইরাসের টিকা দেয়া শুরুর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, ব্যাপক হারে এই টিকার ক্যাম্পেইন চালানো হবে। বার্তা সংস্থা রিয়া’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, টিকা ব্যবহারের পরিকল্পনার কথা মন্ত্রী বললেও এ বিষয়ে তিনি বিস্তারিত জানান নি। তবে এটা বলেছেন, প্রথমেই টিকা দেয়া হবে ডাক্তার ও শিক্ষকদের। এর আগে একটি সূত্র এ সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, রাশিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান থেকে যে টিকা তৈরি করা হয়েছে তা আগস্টে অনুমোদন দেয়া হবে। এ মাসের ১০ তারিখের মধ্যে ওই অনুমোদন দেয়ার কথা। এরপরই ওই টিকা স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগ করার কথা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status