কলকাতা কথকতা

কলকাতা কথকতা

রাজ্যগুলোর দু- তিন দিনের লকডাউনে কাজ হবেনা : কেন্দ্র

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৬ জুলাই ২০২০, রবিবার, ৯:৩২ পূর্বাহ্ন

ভারতে করোনা ভাইরাসের প্রকোপ কমাতে রাজ্যগুলো যে দু'-তিনদিনের লকডাউন করছে তাতে প্রত্যাশিত ফল পাওয়া যাবে না৷ ন'টি রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে এ কথা সাফ জানিয়ে দিলেন ভারতের ক্যাবিনেট সচিব রাজীব গৌবা৷ পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের মুখ্যসচিবরা ভার্চুয়াল এই বৈঠকে হাজির ছিলেন৷ বৈঠকে বলা হয় টেস্ট এর সংখ্যা বাড়ানো, কন্টেনমেন্ট জোনে কঠোর অনুশাসন, স্বাস্থ্যকর্মীদের চাঙ্গা রাখা, উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা রাখাটাই করোনাকে নিয়ন্ত্রণে রাখার উপায়৷ কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব যাই বলুন, ভারতে করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে৷ শনিবার ভারতে আক্রান্ত হয়েছেন আটচল্লিশ হাজার নশো ষোলো জন ৷ এর মধ্যে সাতশো সাইত্রিশ জনের মৃত্যু হয়েছে। ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তেরো লক্ষ ছত্রিশ হাজার আটশো একষট্টিতে ৷ মৃত মোট একত্রিশ হাজার তিনশো আটান্ন ৷ কেন্দ্র দাবি করছে গোষ্ঠী সংক্রমণ হয়নি ৷ পশ্চিমবঙ্গ সহ মোট তিনটি রাজ্যের দাবি গোষ্ঠী সংক্রমণ হয়েছে এবং এই চেন রুখতে আংশিক লকডাউন বাঞ্চনীয় ৷ কেন্দ্র এবং রাজ্যের এই রাজায় রাজায় যুদ্ধে আর কত উলুখাগড়ার প্রাণ যাবে?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status