বাংলারজমিন

লাকসামে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১০:৫৯ পূর্বাহ্ন

কুমিল্লার লাকসামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘুমন্ত অবস্থায় বাড়ীঘরে হামলা ভাংচুর লুটপাট ও টেটার আঘাতে ১জন নিহত হয়েছে । আহত হয়েছে মহিলা সহ অন্তত ৮জন। নিহত মোহাম্মদ হোসেন (৩৬) সে উপজেলার শ্রীয়াং গ্রামের ছাড়াবাড়ীর ইউনুসের ছেলে। বৃহস্পতিবার ভোরে ভুইয়া ছাড়া বাড়ীতে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহত মোহাম্মদ হোসেনের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ টহল থাকায় ওই এলাকায় পুরুষ শুন্য রয়েছে। নিহত মোহাম্মদ হোসেনের চাচাতো ভাই সাইফুল বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে
বিকেলে লাকসাম থানা একটি হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ঘটনার পর থেকে বিকাল পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত মোহাম্মদ হোসেনের চাচাতো ভাই সাইফুল বলেন, সম্পত্তির জের ধরে আবু তাহের মনাদের সাথে দন্ধ চলে আসছে। আবুতাহের মনার পক্ষে রাশেদ ও সাইফুল সহ কয়েকজন লোক অর্তকৃত ভাবে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ভোরে আমাদের বাড়ীতে হামলা ভাংচুর করে আমার ভাইয়ের বুকের মধ্য নির্মম ভাবে টেটার আঘাতে হত্যা করে। তাই আমি বাদী হয়ে একই এলাকার শাহজানের ছেলে রাশেদ ও আজিজের ছেলে সাইফুল সহ ২৬জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করি।
জানা যায় , ১৯৮৬ সালে ২৯শতক সহ ৩একর ৫৭ শতক সম্পত্তি নিয়ে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিন ইউপির ৮নং ওয়ার্ড শ্রীয়াং গ্রামে আবু তাহের মরন ও মনির হোসেন মনুর দুই পক্ষের সাথে সম্পত্তি বিরোধ চলে আসছে। এ সম্পত্তি ঘিরে ৪০/৪৫ বছর ধরে দুই পক্ষের মধ্যে ৪জন নিহত ও শতাধিক আহত হয়েছে। উচ্চ আদালতে তাদের মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। এ সম্পত্তি দখল নিয়ে কয়েক বছরে ধরে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষে আহত ও নিহত হয়েছে। পূর্বে সুত্রতার জের ধরে বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত ৩৫/৪০জন ব্যক্তিরা মনির হোসেন মনুর বাড়ী সহ ৫টি বসতবাড়িতে থাকা লোকজন ঘুমান্ত অবস্থায় হামলাকারীরা টেটা, বল্লম, চাকুসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের বাড়ী ঘরে হামলা ভাংচর, লুটপাট সহ গাছ-পালা কেটে আতংক সৃষ্টি করে। এসময় মোহাম্মদ হোসেন ঘর থেকে বাহিরে আসলে তার বুকের মধ্যে টেটা বিদ্ধ করে হামলাকারীরা। তার আত্মচিৎকারে বাড়ীর স্বজনরা এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে আহত করে ঘাতকরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোহাম্মদ হোসেনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেটা বিদ্ধ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে নিহত মোহাম্মদ হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত পরিবারের লোকজন মামলা করেছে। তদন্ত স্বাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status