বাংলারজমিন

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বৃক্ষরোপণ শুরু

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১০:২৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ১ কোটি গাছ রোপণ কর্মসূচীর। আজ দুপুরে শহরের নিমতলা এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মার্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) উম্মে ইশরাত, এডিএম বিজেন ব্যানার্জী, কৃষি বিভাগের উপ-পরিচালক তমিজ উদ্দিন খান, এনডিসি প্রতিক মন্ডলসহ বন বিভাগের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ওষুধি গাছ লাগানো হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী সারাদেশে ১ কোটি গাছ রোপন কর্মসূচী গ্রহণ করেন। এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলায় গাছ লাগানো উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট আবু জাহির এমপি বলেন, গাছ মানুষের পরম বন্ধু। বড় বড় প্রাকৃতিক দুর্যোগে গাছ আমাদের দেশকে রক্ষা করে আসছে। তাই প্রধানমন্ত্রী সারাদেশে এ বৃক্ষরোপণ কর্মসূচীর আজ উদ্বোধন করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনামতে হবিগঞ্জ শহরকে গ্রীণ সিটি হিসেবে গড়ে তুলতে আমরা বৃক্ষরোপণ অব্যাহত রাখব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status