বাংলারজমিন

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বাংলারজমিন ডেস্ক

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:৪০ পূর্বাহ্ন

 মুজিব শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
চাঁদপুর প্রতিনিধি জানান, ‘প্রধানমমন্ত্রীর আহ্বান তিনটি করে গাছ লাগান’ এ স্লোগানে চাঁদপুরের কচুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন প্রধান। সুদুর জাপানের টকিও থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বৃহস্পতিবার উপজেলার পাথৈর ইউনিয়নের মালিগাও গ্রামে অবস্থিত প্রকল্পিত জসীম টাওয়ার আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০ প্রজাতির ফলজ, বনজও ওষুধী গাছের চারা রোপণ করে এ কর্মসূচী উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাথৈর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল।
জয়পুরহাট প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী ও উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে  বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের তত্বাবধানে   আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান  বৃক্ষরোপণ করে এ কর্মসূচীর উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান। ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান খান বাদল, মো. শহিদুল ইসলাম মৃধা. ও বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির প্রমুখ।
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের চিরিরবন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ২০ প্রজাতির ২০ হাজার ৩২৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর ১২টায় চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বন বিভাগের আয়োজনে এসব গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা বন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহাতাবউদ্দিন সরকার, চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবাস চন্দ্র রায়, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, মুজিববর্ষ স্বরণীয় করে রাখতে ‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের মত ভোলাহাটেও চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সামাজিক বন বিভাগের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসনে। পরে উপজেলা পরিষদ মিলনায়াতনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ। এ সময় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বন কর্মকর্তা সেরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। উল্লেখ্য, ভোলাহাট উপজেলায় ৪০ হাজার বনজ, ফলজ ও ঔষুধি চারা ইউনিয়ন পরিষদ, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে।
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি জানান. লক্ষ্মীপুরের রায়পুরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ ও অসহায় দিনমজুর পরিবারের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান, পৌর সভার মেয়র ও ইউএনও। এ সময় অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে হরিতকি, বহেরা, আম, আমড়া ও মেহগনি গাছের চারা রোপণ করেন ও দিনমজুরদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌরসভার মেয়র হাজি ইসমাইল খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী, বন কর্মকর্তা চন্দন ভোমিক, তাফাজ্জল হোসেন মুন্সি, মোঃ আবুল হোসেন, জাপা নেতা বাহার মুন্সিসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক প্রমুখ।  
কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সারা দেশে ১ কোটি বৃক্ষের চারা রোপন কর্মসুচীর অংশ হিসাবে সামাজিক বন বিভাগের উদ্যোগে ও কয়রা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসুচী কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূর-ই-আলম সিদ্দিক, কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর রহমান, উপজেলা বন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, স্টাফ আশিকুজ্জমান, আমিনুর রহমান প্রমুখ।  
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব জহুরা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, সহকারি কমিশনার (ভূমি) মিল্টন বিশ^াস, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার, উপজেলা সমবায় কর্মকর্তা কেফায়েত উল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামিমা আক্তার, উপজেলা ফরেস্টার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি  জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বন বিভাগের উদ্দ্যোগে প্রায় ২০ হাজার ৩শত ২৫টি বিভিন্ন জাতের গাছের চারা পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। এসময় নাগেশ্বরী উপজেলা চত্ত্বরে চারা গাছ রোপন ও বিতরনের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন বনবিভাগ কর্মকর্তা সাদিকুর রহমান শাহিন, মহিলা ভাইস চেযারম্যান আমিনা বেগম অনন্যা, বানিয়াটারী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী মরিয়ম বেগম, সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status