বাংলারজমিন

কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

১৭ জুলাই ২০২০, শুক্রবার, ৮:৩৭ পূর্বাহ্ন

ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন, উপজেলা বনকর্মকর্তা জসীম উদ্দিন, ধরিত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রদীপ হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে  সারা দেশ ব্যাপী এক কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় কেরানীগঞ্জ সামাজিক বনবিভাগের উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নে ২০ হাজার ৩২৫টি ফলজ, বনজ, ঔষধী ও শোভা বর্ধনকারী গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরেও শতাধিক বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status