বিনোদন

ফেরা হলো না তিশার

স্টাফ রিপোর্টার

১৭ জুলাই ২০২০, শুক্রবার, ৭:৫৪ পূর্বাহ্ন

করোনা সংক্রমণের কারণে শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। সব তারকারাই ঘরবন্দি হয়ে পড়েন। ব্যক্তিগত জায়গা থেকে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে উপস্থিতি ছাড়া কারো কোনো কাজ ছিল না। তবে জুন মাস থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর কাজে ফেরেন অনেকে। ফেরার কথা ছিল চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশারও। কিন্তু ফেরা হলো না। ১২ই জুলাই থেকে দুটি নাটকের শুটিংয়ের জন্য শিডিউল দেয়া ছিল এ অভিনেত্রীর। শুটিংপাড়ায় হঠাৎ করোনার সংক্রমণের খবরে সঙ্গে সঙ্গেই শুটিং বাতিল করেন তিনি। আবার ঘরে থাকার সিদ্ধান্ত নেন তিশা। এখন পরিবারের সদস্যদের সঙ্গেই কাটছে সময়। এই সময়টা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন তিনি।  করোনার সংক্রমণের কারণে ঘরবন্দি হওয়ার পরপরই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন এ অভিনেত্রী। ঘরোয়া ছোট অনুষ্ঠান, নিজের ধারণকৃত ভিডিওগুলো সেখানে আপলোড করছেন। এসব ভিডিওর মাধ্যমে বেশ সাড়াও পাচ্ছেন বলে জানিয়েছেন তানজিন তিশা। অভিনেত্রীর ভাষ্য, যেহেতু অভিনয় করছি না, তাই দীর্ঘদিনের মনোবাসনা পূরণ করলাম। চ্যানেল খোলার ইচ্ছা অনেক দিনের। শুটিং থাকায় সেদিকে সময় দিতে পারিনি। এখন যেহেতু অখণ্ড অবসর, তাই এটি নিয়েই সময়গুলো পার করছি। ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করে আপলোড করছি। দর্শকের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি। করোনার প্রভাব কেটে গেলে তখন বড় পরিসরে চ্যানেলটিতে নিত্যনতুন কনটেন্ট আপলোড করার পরিকল্পনা আছে। ক্যারিয়ারের শুরু থেকে বিজ্ঞাপনচিত্র, খণ্ড নাটক ও ধারাবাহিক সবক্ষেত্রেই নিজের দক্ষতার পরিচয় দিয়ে আসছেন তানজিন তিশা। এর পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। কণ্ঠশিল্পী ইমরানের গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’ গানের ভিডিওতে তিশার অসাধারণ নৈপুণ্য দর্শকদের মধ্যে সাড়া ফেলে ব্যাপক। তবে টিভি নাটকে বেশি ব্যস্ত হয়ে যাওয়ায় তাকে আর সেভাবে দেখা যায়নি মিউজিক ভিডিওতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status