অনলাইন

প্রধানমন্ত্রীর দেওয়া প্রণোদনা পেলেন কমলগঞ্জের নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৬:৩৩ পূর্বাহ্ন

চলমান করোনা ভাইরাস পরিস্থিতেতে ক্ষতিগ্রস্ত কমলগঞ্জ উপজেলার নন-এমপিও ১৫৯ জন শিক্ষক-কর্মচারীরা পেলেন প্রধানমন্ত্রীর প্রণোদনা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনার চেক বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রিজওয়ানা ইয়াসমিন সুমি, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ। জানা গেছে, উপজেলার নন-এমপিও ১৫৯ টি স্কুল ও কলেজের শিক্ষকদের ৫ হাজার টাকা ও কর্মচারীদের ২ হাজার ৫শ টাকা করে চেক প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারারোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status