বিশ্বজমিন

তালেবানের আত্মঘাতি বোমা হামলায় নিহত ১১, আহত ৬৩

মানবজমিন ডেস্ক

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৯:০৯ পূর্বাহ্ন

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার দফতরে তালেবানের হামলায় কমপক্ষে ১১ নিরাপত্তা কর্মী ও কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার জন্য দেশটির উত্তরাঞ্চলীয় আইবাক শহরে আফগান গোয়েন্দা সংস্থার অফিসকে টার্গেট করা হয়েছিল। অফিস চত্বরের মধ্যে একটি গাড়িতে জোরালো বিস্ফোরণ ঘটানো হয়। যার জেরে ১১ নিরাপত্তাকর্মী নিহত হন। জঙ্গি হামলাটির দায় স্বীকার করেছে তালেবান। এ খবর দিয়েছে সাউথ এশিয়ান মনিটর।
এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, আইবাক শহরে এনডিএসের অফিসে তাদের সদস্যরাই হত্যাজজ্ঞ চালিয়েছে। এটি একটি আত্মঘাতি হামলা ছিল বলেও জানায় তারা। সমানগান প্রদেশের গভর্নর আব্দুল লতিফ ইব্রাহিম ১১ নিরাপত্তা কর্মী-কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৬৩ জন। তবে এরমধ্যে বেশিরভাগই বেসামরিক মানুষ। আত্মঘাতি বোমাবাহীর সঙ্গে ছিল তালেবানের আরো কয়েক সদস্যও। তারা তখন গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে।
গভর্নরের মুখপাত্র সেদিক আজিজি জানান, চার ঘণ্টা ধরে তাণ্ডব চলে তালেবানদের। তিন সশস্ত্র জঙ্গি নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হওয়ার পর এই হত্যালীলা শেষ হয়। ঘটনার সময় এনডিএসের অফিস চত্বরের কাছেই ছিলেন হাসিব নামে এক সরকারি কর্মী। ভাগ্যের জোরে তিনি রক্ষা পেয়েছেন। তিনি জানান, বিস্ফোরণের তীব্রতায় অফিসভবনের সমস্ত জানালার কাচ ভেঙে পড়ে। ভেঙে পড়া ওই কাচের টুকরোতেও অনেকে জখম হয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status