অনলাইন

নবাবগঞ্জের 'নবাব'কে নিয়ে হইচই

শামীম আরমান, দোহার ( ঢাকা ) থেকে

১৫ জুলাই ২০২০, বুধবার, ৩:৩৮ পূর্বাহ্ন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছোট বক্সনগর এলাকার মো. মনির আহমেদ। পেশায় দন্ত চিকিৎসক । আসছে কোরবানি ঈদকে সামনে রেখে দেশীয় অস্ট্রেলিয়ান জাতের এই গরুটির দাম হাকিয়েছেন ১৬ লাখ টাকা। তাই দামের সাথে নামের মিলটা খুঁজতে তাকে প্রশ্ন করা হল গরুটির নাম কি? প্রশ্ন করতেই মুচকি হাসি দিয়ে বীরদর্পে বললেন “নবাব” । কুচকুচে কালো রংয়ের “নবাবকে দেখতে ইতমধ্যে দোহার-নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা আসছেন।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকার মনির ডেন্টালের স্বত্বাধিকারী মো. মনির আহমেদ শখের বশবর্তী হয়ে গত তিন বছর ২ মাস আগে এই অস্ট্রেলিয়ান জাতের গরুটি কিনেছিলেন। তারপর এর নাম দেন “নবাব”। আজ সেই নবাবকে পরম যত্নে লালন করেছেন সন্তানের মত। তার দেখভালের জন্য রয়েছে তিনি ও তার ছোট ভাই পনির আহমেদ। কুরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্বতিতে, দেশীয় খাবার খাইয়ে প্রতিদিন পরম যত্নে লালন পালন করে গড়ে তুলেছেন নবাবকে।
কোরবানির পশুর ক্ষেত্রে উচ্চবিত্তদের কাছে পছন্দের প্রথমে এই জাতের গরুর আকর্ষণ বরাবরই বেশি থাকে।“ নবাবের উচ্চতা প্রায় ৬ ফুট। ওজন ১ টন । এবারের কোরবানীর ঈদকে সামনে রেখে নবাবের দাম হাঁকা হচ্ছে ১৬ লাখ টাকা। “নবাবের” জন্য করা হয়েছে আলাদা শেডের ব্যবস্থা। রাখা হয়েছে ২৪ ঘণ্টা ইলেকট্রিক ফ্যানের সু-ব্যবস্থা। শেডের সামনে ফাকা জায়গায় “নবাবকে” ছেড়ে দেওয়া হয় ব্যায়ামের জন্য । সরজমিনে গত মঙ্গলবার দুপুরে বক্সনগর এলাকায় গিয়ে দেখা যায় গরুটির মালিক মনির পরম যত্নে তাকে গোসল করাচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সম্পা ও মো. আনিস জানান, নবাব নামের গরুরটির মালিক মনির গুরুটিকে সন্তানের স্নেহে দীর্ঘদিন ধরে লালন-পালন করে আসছে। গরুটিকে দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে। এ দৃশ্য দেখতে এলাকাবাসী হিসেবে আমাদেরও ভালো লাগছে। তাই বিত্তশালীদের প্রতি আমাদের আবেদন তারা যেনো ন্যায্য মূল্য দিয়ে গরুটিকে কিনে নেয়।

নবাবের মালিক মনিরের মেয়ে নুসরাত আহমেদ আদ্রিতা জানায়, তাকে তার বাবা যেভাবে ভালোবাসে ঠিক তেমনিভাবে নবাবকেও ভালোবেসে পরম আদর যত্নে লালন-পালন করে আসছে।

এই গরু নিয়ে এখন স্বপ্নের বীজ বপন করছেন মো. মনির আহমেদ। তার এ স্বপ্নকে এগিয়ে নিতে সহায়তা করছে উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তর । কুরবানিকে সামনে রেখে নবাবের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মনির।
এ বিষয়ে মনির আহমেদ মানবজমিনকে বলেন, অনেক যত্ন করে আমি আমার “নবাবকে”দুই বছর চার মাস ধরে লালন পালন করে আসছি। “নবাবের” প্রতিদিনের খাবার তালিকায় রয়েছে সবুজ ঘাস, সয়াবিনের খৈল, গম, ভুট্টা, ছোলা, পায়রা । আমার ইচ্ছা নবাবকে বাড়ি থেকেই বিক্রি করবো। যেহেতু করোনার মহামারি চারদিকে ছড়িয়ে পড়েছে । তাই কুরবানির হাটে গিয়ে বিক্রির তেমন কোন ইচ্ছা নেই আমার। তিনি জানান “নবাবকে” লালন পালন করার ক্ষেত্রে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আমাকে বিভিন্ন ভাবে সহযোগীতা করেছে। তাই কুরবানীকে সামনে রেখে নবাবগঞ্জের ছোট বক্স নগর এলাকার মনির আহমেদ এর অস্ট্রাল জাতের “নবাবের”নজর দোহার-নবাবগঞ্জের সৌখিন ও বিত্তবান মানুষের মাঝে এক বাড়তি আমেজ সৃষ্টি করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status