অনলাইন

সদরঘাটে লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের দুই ইঞ্জিনচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৫ জুলাই ২০২০, বুধবার, ১২:১১ অপরাহ্ন

ফাইল ফটো

ঢাকার সদরঘাটে মর্নিং বার্ড লঞ্চডুবির মামলায় ময়ূর-২ লঞ্চের দুই ইঞ্জিনচালক শিপন হাওলাদার ও শাকিল হোসেনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। আজ বুধবার ১১টার দিকে পুরান ঢাকার সূত্রাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নৌ-পুলিশের পুলিশ সুপার (ঢাকা অঞ্চল) মো. ফরিদুল ইসলাম। এনিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, এজাহারের আসামিদের মধ্যে মাস্টার জাকির, গ্রিজার হৃদয় ও সুকানি নাসির মৃধা এখনও পলাতক রয়েছে। তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গত ২৯শে জুন সদরঘাট বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি ডুবে যায়। এতে ৩৪ জনের প্রাণহানি ঘটে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status