প্রথম পাতা

বগুড়া-১ উপনির্বাচন

ভোটারশূন্য কেন্দ্রেও জাল ভোট

প্রতীক ওমর, বগুড়া থেকে

১৫ জুলাই ২০২০, বুধবার, ৯:৩০ পূর্বাহ্ন

বগুড়া-১ সারিয়াকান্দী-সোনাতলা আসনে উপনির্বাচন অনেকটা ভোটারশূন্যভাবেই অনুষ্ঠিত হয়েছে। দুপুর একটা পর্যন্ত বেশির ভাগ কেন্দ্রে গড়ে ১০ শতাংশ ভোট পড়েছে। তবে ভয়াবহ বন্যার কারণে বেশকিছু কেন্দ্রে পর্যবেক্ষকরা পৌঁছাতেই পারেননি। এদিকে খেলাফত আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম অভিযোগ করে বলেছেন, অনেক কেন্দ্রে নৌকা মার্কার লোকজন জাল ভোট দিচ্ছেন। তিনি বলেন, বিষয়টি সারিয়াকান্দী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি তাকে বলেছেন সব কেন্দ্রে ম্যাজিস্ট্রেট দেয়া সম্ভব নয়। অভিযোগের  বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।
এদিকে জাল ভোট প্রদানের অপরাধে সোনাতলা উপজেলার সরকারি নাজির আকতার কলেজ কেন্দ্র থেকে ২ স্কুলছাত্রকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ফাহিম নামের একজনকে দুই বছরের সাজা এবং এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আরো দু’জনকে আটকের পর থানায় আটকে রেখে ছেড়ে দেয়া হয়েছে। এরা সবাই দশম শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার বেলাল হোসেন।
করোনায় মানুষ দিশাহারা। প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যু বাড়ছে। সেই সঙ্গে যোগ হয়েছে বন্যা। উত্তরের প্রায় সব নদনদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। চরাঞ্চলগুলো বেশ কিছুদিন আগেই পানির নিচে ডুবে আছে। এমন পরিস্থিতির মধ্যে ভোটাররা কেন্দ্রবিমুখ হয়ে গেছেন। অপরদিকে বিএনপি নির্বাচন পেছানোর দাবিতে মাঠ ছেড়েছেন বেশ কয়েকদিন আগে। তার পরেই অনেকটা নিরুত্তাপ হয়ে যায় নির্বাচন।
দুপুর একটা পর্যন্ত সারিয়াকান্দীর ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫১২ ভোটারের মধ্যে ভোট পড়েছে মাত্র ২২৫টি। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহাদত হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে।
সারিয়াকান্দী সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিলন হোসেন বলেন, দুপুর একটা পর্যন্ত তার কেন্দ্রে ১৩ শতাংশ ভোট পড়েছে।
সারিয়াকান্দীর ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার আব্দুর রাজ্জাক, নারগিস বেগম, অনিল কুমার জানান, করোনা এবং বন্যায় মানুষ খুব দুর্ভোগের মধ্যে আছে। তারপরও সরকার নির্বাচন দিয়েছে। সে জন্যই জীবনের ঝুঁকি নিয়ে হলেও ভোটকেন্দ্রে এসেছি।  
সোনাতলা-সারিয়াকান্দী আসনের বেশির ভাগ এলাকা এখন পানির নিচে। এসব এলাকার ভোটাররা জীবনের ঝুঁকি নিয়ে বন্যার সঙ্গে লড়ছে। এই পরিস্থিতিতে তারা ভোটকেন্দ্রে যেতে পারবে না। তাছাড়া সারিয়াকান্দীর প্রত্যন্ত চরগুলোতে যেসব কেন্দ্র আছে সেগুলোও পানির নিচে। বিকল্প কেন্দ্রগুলোতে যেতেও বাধা হয়ে আছে বন্যা। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেনসহ স্থানীয় বিএনপি বরাবরেই এই নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের সেই দাবিগুলোকে আমলে নেইনি নির্বাচন কমিশন। কমিশন নির্বাচনে অটল। ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন হয়েছে।
এদিকে বগুড়া-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির নির্বাচন পেছানোর দাবিতে মাঠ ছেড়েছেন আগেই। তিনি বলেন, যে নির্বাচনে মানুষের আগ্রহ নেই সেই নির্বাচন বিএনপি করবে না। আগে মানুষের জানমালের নিরাপত্তা, তারপর ভোট। তিনি আরো বলেন, আমরা জোরালো ভাবে নির্বাচন পেছানোর দাবি করেছি এবং সেই দাবি না মেনে তামাশার নির্বাচন করছে সরকার। কেন্দ্রে সাধারণ ভোটার নেই। আওয়ামী লীগ তাদের কর্মীদের দিয়ে ইচ্ছেমতো ভোট করাচ্ছে। এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।     
দুই উপজেলায় মোট ১২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও মোবাইল ফোর্স টিম ২১টি, স্ট্রাইকিং ফোর্স টিম ১১টি, রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স একটি। এছাড়াও র‌্যাবের ১০টি টহল টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল।
উল্লেখ্য, তিন লাখ ৩০ হাজার ৮৯৩ ভোটারের বগুড়া-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন সাহাদারা মান্নান শিল্পী (নৌকা), একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), মোকছেদুল আলম (লাঙল), মো. রনি (বাঘ), নজরুল ইসলাম (বটগাছ) ও ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (স্বতন্ত্র ট্রাক)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status