খেলা

কে এই তারিক কাজী?

স্পোর্টস রিপোর্টার

১৫ জুলাই ২০২০, বুধবার, ৯:২২ পূর্বাহ্ন

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের বাকি চারটি ম্যাচের জন্য এএফসিকে ৪৪ সদস্যের তালিকা পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তালিকায় আছেন তারিক কাজী নামে এক প্রবাসী ফুটবলার। যদিও অনুশীলনের শুরুতে তালিকা কাটছাঁট করে নামিয়ে আনা হতে পারে ৩৫ জনে। আর তালিকায় এই তরুণের থাকার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। জাতীয় দলে সুযোগ পেয়ে প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। গত নভেম্বরে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে ফিনল্যান্ড থেকে এসেছেন তারিক কাজী। ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই ফুটবলার বাংলাদেশে খেলছেন বসুন্ধরা কিংসে। এবার তাকে পরখ করে দেখতে প্রাথমিক দলে নিয়েছেন জেমি ডে। বাছাইপর্বের বাকি চার ম্যাচ সামনে রেখে আগস্টের প্রথম সপ্তাহ থেকে ক্যাম্প শুরু হতে যাচ্ছে জামাল ভূঁইয়াদের। করোনাকালে ক্যাম্প শুরু হবে কোথায়, তা এখনো চূড়ান্ত করতে পারেনি বাফুফে। তবে গাজীপুরের সারা রিসোর্টে আইসোলেশন প্রক্রিয়া দিয়ে শুরু হতে পারে ক্যাম্প। এর পরেই বিবেচনায় আছে বাফুফে ভবন। সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের তালিকাও চূড়ান্ত করতে হচ্ছে জেমিকে। অনেকদিন বাদে খেলোয়াড়েরা মাঠে ফেরায় পুরনোদের সঙ্গে পরখ করার জন্য ডাকা হবে কয়েকজন নতুন খেলোয়াড়। তারিক কাজী বলেন, ‘জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছি। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই’।  ফিনল্যান্ড অনূর্ধ্ব-ু১৯ দলে খেলার অভিজ্ঞতা থাকা তারিকের ডাক পাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে জেমি বলেন, ‘আমি কোনো খেলোয়াড়ের নাম এখনও নির্দিষ্ট করে বলতে চাই না। তারিক ক্যাম্পে ডাক পেতে পারে। আমি দেখতে চাই সে কেমন করে সেখানে।’
জামালের তুলনায় তারিকের খেলোয়াড়ি বৃত্তান্ত ভারী। খেলেছেন ফিনল্যান্ডের অনূর্ধ্ব- ১৭, অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলে। তারিকের পিতার গ্রামের বাড়ি নওগাঁয়। সে সুবাদে ছোটবেলা থেকেই বাংলাদেশে যাওয়া আসা তার। ১৯ বছর বয়সী তারিক খেলেন রাইট ব্যাক পজিশনে। বর্তমানে খেলছেন নিজের জন্মস্থান ট্যাম্পেরে শহরের ক্লাব ইলভেস্‌ ট্যাম্পেরেতে। ফিনল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল ক্লাব এটি। এ ক্লাবের হয়ে গত বছর ইউরোপা লীগের বাছাইপর্বে একটি ম্যাচে খেলার অভিজ্ঞতাও আছে তারিকের। বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছেন ২০ বছর বয়সী এই তরুণ। চলতি বছর বাতিল হওয়া লীগে বসুন্ধরা কিংসের হয়ে দুইটি ম্যাচ খেলেছিলেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status