খেলা

আফগানিস্তান ম্যাচের দিকে নজর তপু বর্মণের

স্পোর্টস রিপোর্টার

১৫ জুলাই ২০২০, বুধবার, ৯:২২ পূর্বাহ্ন

বিশ্বকাপ কাপ বাছাই পর্বের  বাকি চার ম্যাচের মধ্যে তিনটিই ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। আর আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচগুলো নিজেদের মাটিতে বলে জাতীয় দলের কোচ জেমি ডে কিছু পয়েন্ট পাওয়ার প্রত্যাশার কথা বলছেন বারবার। দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণও মনে করেন, ভালো খেলতে পারলে ঘরের মাঠের তিন ম্যাচে ইতিবাচক ফলই আসবে। বিশেষ করে আফগানিস্তান ও ভারতের ম্যাচের দিকেই তাকিয়ে বাংলাদেশের ফুটবলাররা। কারণ এই দুই দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ। অনেক গোল মিস করে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে এবং জিততে জিততেও ১-১ গোলে ড্র করেছে ভারতের সঙ্গে। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ তিনটি হবে সিলেট জেলা স্টেডিয়ামে। ফিফা ‘ক্লোজডোর’ ম্যাচের নির্দেশ না দিলে নিশ্চয়ই সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় থাকবে। এই সুযোগটা কাজে লাগিয়ে ভালো ফলাফল পেতে চান বাংলাদেশের ফুটবলাররা। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে তপু বর্মণ বলেন, ‘বাংলাদেশ ও ভারত সমান সমান। ম্যাচটিও হবে ফিফটি ফিফটি। তবে আমাদের মাঠে খেলা বলেই হোম সুবিধা পাব। আমরা ভারতের বিপক্ষে তাদের মাঠে জয়ের খুব কাছাকাছি গিয়েও দুর্ভাগ্যবশত হেরেছি। প্রতিপক্ষের মাঠে ভালো খেলাটা ঘরের মাঠে আমাদের জন্য ইতিবাচক প্রভাব পড়বে। আমরা ভারতের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। তাদের সম্পর্কে অনেক জানি। আমি তাদের সাথে আমাদের কোন পার্থক্য খুঁজে পাইনি।’ তপু বর্মণ বলেন, ‘আমরা তিন মাসেরও
বেশি সময় ধরে খেলা ও প্রশিক্ষণের বাইরে আছি। আগস্ট মাসে আমাদের ক্যাম্প শুরু হবে। নিজেদের প্রস্তুত করতে যথেষ্ট সময় পাব। প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। হোম ম্যাচ হওয়ার কারণে আমরা কিছু অতিরিক্ত সুবিধা পাব। ওদের সঙ্গে আমরা তাজিকিস্তানে অ্যাওয়ে ম্যাচ ভালো খেলেও হেরেছি। দলগতভাবে তুলনা করলে আমরা তাদের চেয়ে এগিয়ে থাকব। বাইরের ম্যাচগুলো ভালো খেলেছি। তাই আমরা আশা করছি হোম ম্যাচগুলোতেও ভালো করবো।’

আগের চার ম্যাচের মধ্যে ওমানের কাছেই বড় ব্যবধানে (৪-১) হেরেছে বাংলাদেশ।
 মাসকাটে ওই ম্যাচটি কঠিন ছিল উল্লেখ করে তপু বর্মণ বলেন, ‘ওমান অনেক শক্তিশালী প্রতিপক্ষ। তাদের মাটিতে ১-৪ গোলে হেরেছি। এবার ওমান আমাদের মাঠে খেলতে আসছে। আমরা ভালো খেলার চেষ্টা করব। আমি মনে করি, তাদের বিপক্ষে দলগতভাবে ভালো খেলতে পারলে আমরা পজিটিভ ফলাফল পাব।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status