বাংলারজমিন

ছাতক-দোয়ারার বন্যার্তদের পাশে ত্রাণ নিয়ে মুহিবুর রহমান মানিক এমপি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

১৫ জুলাই ২০২০, বুধবার, ৭:৩৮ পূর্বাহ্ন

ছাতক-দোয়ারায় পরপর দু’দফা বন্যায় বিপর্যস্ত এখানকার মানুষ। বন্যায় দু’ উপজেলার প্রায় ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় জীবন-যাপন করছেন। সোমবার সকাল থেকে ছাতক-দোয়ারার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন  করেছেন  জাতীয় সংসদের প্যানেল স্পীকার, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সকালে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে ২৫০ বন্যার্তের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন তিনি। পরে দু’ উপজেলার দুর্গম এলাকা ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ ও দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর  ইউনিয়নের মমতাজ নগর গ্রামে নৌকা নিয়ে পানিবন্দি ৫শতাধিক  মানুষের মধ্যে শুকনো  খাবার বিতরণ করেন  সংসদ সদস্য। দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামে ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বন্যার্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বন্যাপীড়িত অসহায় মানুষের খোঁজখবর নেন তিনি। এ সময় এমপি মানিক বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে ধৈর্য্যধারণ করতে হবে। আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণ আছে। সকল পানিবন্দি মানুষকে ত্রাণ দেয়া  হবে। শুকনো খবার চিড়া, মুড়ি, গুড়, চিনি, বিস্কুট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণকালে এমপি মানিকের সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, দোয়ারাবাজার থানার ওসি  আবুল হাশেম, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, দোয়ারাবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, ছাতকের পিআইও মাহবুবুর রহমান, দোয়ারাবাজারের পিআইও আম্বিয়া আহমেদ, ছাতক প্রেস ক্লাবের সভাপতি সেয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, কাজি আনোয়ার  মিয়া আনু, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, ছাতক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, ইউপি সদস্য  হাজী সুনু মিয়া, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা রুহুল ফেরদৌস পুলক প্রমুখ।
ছাতক পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ী, লেবারপাড়া, কুমনা, বাঁশখালা, ভাজরামহল, শ্যামপাড়া, পালপাড়া এলাকার বন্যাদুর্গত ৩০০ পরিবার ও এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্রে থাকা ৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী। সোমবার বিকালে এসব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের খোঁজখবর নেন তিনি এবং পানিবন্দি থাকা বন্যাপীড়িত পরিবারের মাঝে চাল ও আলু বিতরণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status