দেশ বিদেশ

ট্রাম্প টাওয়ারের সামনে উত্তেজনা

মানবজমিন ডেস্ক

১৩ জুলাই ২০২০, সোমবার, ৯:৪৫ পূর্বাহ্ন

নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে শোডাউন করেছেন তার সমর্থক ও বিরোধীরা। শনিবার নিউ ইয়র্ক সিটির ফিফথ এভিনিউয়ে এই শোডাউন চলাকালে উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। মৌখিক বাক্যবিনিময় হয়। তবে হাতাহাতি হয়নি। ট্রাম্প টাওয়ারের বিপরীতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিষয়ক একটি ম্যুরাল পেইন্ট করার ঠিক দু’দিন পরে এ ঘটনা ঘটলো। যুক্তরাষ্ট্রে পুলিশের বর্ণবাদী আচরণের প্রতিবাদে নিউ ইয়র্ক এবং জাতি যখন উত্তেজিত তখন এই পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন উত্তেজনা দেখা দেয়। ওদিকে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সমর্থনে ব্রুকলিনে ‘ব্যাক দ্য ব্লু’ বিক্ষোভ করেন প্রায় ৪০০ মানুষ। তবে ব্ল্যাক লাইভস ম্যাটার সাইন সংবলিত পাল্টা প্রায় ২০ জন বিক্ষোভকারীর মুখোমুখি হতেই সেখানে উত্তেজনা দেখা দেয়। মার্চে লুইসভিলে পুলিশ নিজের বাড়িতে ২৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবতী ব্রেওনা টেলরকে গুলি করে হত্যা করেছিল। তার প্রতিবাদে লস অ্যাঞ্জেলসে ব্ল্যাক লাইভস ম্যাটার বিক্ষোভ হয়। এ সময় একটি সড়কের ক্রসিং পয়েন্টে সমর্থকরা হাঁটু গেড়ে বসে তাকে স্মরণ করেন।
একটি কনফেডারেট মূর্তি সরিয়ে দেয়ার দাবিতে গ্রাহামে কোর্টহাউজের দিকে বর্ণবাদবিরোধী বিক্ষোভ হয় নর্থ ক্যারোলাইনায়। কিন্তু তারা কনফেডারেসিপন্থিদের ক্ষোভের মুখে পড়েন। ওদিকে ম্যানহাটানে ট্রাম্প টাওয়ারের সামনে গত শনিবার বিকালে সমবেত হন তার ডজনখানেক সমর্থক। এ সময় তাদের হাতে নানা স্লোগান সংবলিত ব্যানার ছিল। যেমন ‘ট্রাম্প-২০২০’। তারা টি-শার্ট পরেছিলেন। তাতে লেখা ছিল ‘অল লাইভস ম্যাটার’। কারো কারো মাথায় ছিল ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা হ্যাট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status