বাংলারজমিন

বাউবির ভার্চুয়াল কার্যক্রম

ইকবাল আহমদ সরকার, গাজীপুর থেকে

১৩ জুলাই ২০২০, সোমবার, ৯:০০ পূর্বাহ্ন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) উপাচার্য প্রফেসর ড. এম এ মাননান বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন- এই বিশ্ববিদ্যালয় অচিরেই ভার্চুয়াল ইউনিভার্সিটিতে রুপান্তরিত হবে। এখন বলা যায়, বাউবি আজ যেন তেমনি রূপ লাভ করেছে। ভার্চুয়াল ইউনিভার্সিটির মতোই বাউবিতে সকল কাজ চলমান রয়েছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চলছে অনলাইনে?। উন্মুক্ত ও দূরশিক্ষণ ব্যবসহাপনা সমন্বিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের লাখ লাখ শিক্ষার্থীর প্রিয় শিক্ষালয়। দেশ জুড়ে যার ক্যাম্পাস।
সামপ্রতিক বৈশ্বিক মহামারি কোভিড -১৯ তথা করোনার সংক্রমনে বিশ্বের সব দেশ বিপর্যস্ত তখন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দেশের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় ৪ কোটি ছাত্রছাত্রীর স্বাসহ্য সুরক্ষা বিবেচনায় এনে কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে। বাউবি’র শিক্ষার্থীর পাঠ বিরতিতে যাতে শিক্ষা জীবন বিঘ্নিত না হয় সে জন্য অনলাইনে শিক্ষা বিস্তরণের ব্যবসহা নেয়া হয়েছে। অনলাইন, জুম, ফেসবুক তথা নানা তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাস্টার্স অনার্স লেভেলের ক্লাস ও চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম এ মাননান অনলাইন শিক্ষা দানে বিশ্ববিদ্যালয়ের ৬ স্কুলের সকল শিক্ষকের সাথে পৃথকভাবে জুম মিটিং করে মতামত গ্রহণ করেন। ডিনগণ এ বিষয়ে ব্যবসহা নিয়ে অনলাইন ক্লাস চালু করেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মপ্রবাহ সচল রাখার লক্ষ্যে একাডেমিক কাউন্সিল, বোর্ড অব গভর্নরসের সভাসহ সকল বিধিবদ্ধ পর্ষদের সভা জুমের মাধ্যমে সম্পন্ন করছেন। প্রশাসনিক সকল বিভাগের পরিচালকগণ একইভাবে উপাচার্য, প্রো-উপাচার্য, ট্রেজারারসহ সভায় সংযুক্ত হয়ে কতৃপক্ষের সব নির্দেশনা বাস্তবায়ন করছেন। ভর্তি রেজিস্ট্রেশন চলমান রয়েছে, বাউবি’তে ভর্তি হতে সশরীরে উপস্থিত হতে হচ্ছে না। পাঠ সামগ্রী হাতে না পেলেও ই বুক আছে। রয়েছে ই প্ল্যাটফরম, আইপি বাউবি টিভি, ইউটিউব, ফেস বুক লাইভ, শিক্ষকের সাথে ইমেইল সংযুক্তি ইত্যাদি নানা ধরনের ব্যবস্থা। করোনাকালীন সময়ে সরাসরি ক্লাসের সুযোগ না থাকলেও এসকল পাঠ উপযোগী শিক্ষা মাধ্যম বাউবি চালু রেখেছে। মিডিয়া বিভাগের কয়েকজন কর্মকর্তার উদ্যোগে ঘরে বসে বাউবি’র শিক্ষা একটি ব্যতিক্রমী ব্যবস্থা যা দিন দিন জনপ্রিয় হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিদিন সকাল দুপুর রাত বাসভবন অফিস হতে নিজেই অনলাইনে এসব মনিটোরিং করছেন।কম্পিউটার বিভাগ, ই-লার্নিং সেন্টার, ওয়েব ম্যানেজারকে তৎপর থেকে কাজ করতে হচ্ছে। এখন ৯টা ৫টা টাইম নয়, দিনরাত চলছে বিশ্ববিদ্যালয়ের কাজ। রেজিস্ট্রারকে সকল সভায় অনলাইনে যুক্ত হয়ে সমুদয় প্রশাসনিক কাজ তত্ত্বাবধান করতে হচ্ছে। ইতিমধ্যে উপাচার্য ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটও বিওজিতে অনুমোদন করেছেন।
দেশের কোটি কোটি ছাত্রছাত্রীদের শিক্ষা দানের লক্ষ্যে বাউবি একটি পৃথক টিভি চ্যানেল চালুর জন্য অনেক দিন ধরেই চেষ্টা করে আসছে। বাউবি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ডিজিটাল সুবিধাসহ একটি স্বয়ংসম্পূর্ণ মিডিয়া বিভাগ রয়েছে। একটি টাওয়ার, স্টুডিও, রেডিও সার্ভিস চালুর সব সুবিধাসহ এখান থেকেই শিক্ষা চ্যানেলটি চালুর জন্য সরকারি অনুমোদন পেলে বিভিন্ন প্রতিষ্ঠান তাঁর একাডেমিক সুবিধা পেতে পারে। বৈশ্বিক সংকটের বহু আগে থেকেই বাউবি অনলাইনভিত্তিক নানা ধরনের সুবিধা চালু করেছে। যদি টেরেস্ট্রিয়েল সুবিধাটি বাউবি পেতো তাহলে বিনা খরচে কোটি শিক্ষার্থী শিক্ষা চ্যানেলের শিক্ষা সুবিধাটি নিতে পারতো। বিশ্বব্যাপী এখন অনলাইন শিক্ষা নিয়ে ভাবা হচ্ছে। শিক্ষার ভার্চুয়াল প্লাটফর্ম হিসেবে বাউবি সকলকে সহযোগিতা দিতে চায়। দূরশিক্ষণ প্রকৃতই প্রযুক্তি বান্ধব শিক্ষা। আর করোনা কালীন সময়ে সামাজিক ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার কথা যখন বলা হচ্ছে তখন প্রযুক্তি নির্ভর শিক্ষার বাস্তব প্রয়োগ করতে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন প্রফেসর ড. এম এ মাননান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status