বাংলারজমিন

যশোরে সিভিল সার্জনসহ আক্রান্ত ৮০

স্টাফ রিপোর্টার, যশোর থেকে

১২ জুলাই ২০২০, রবিবার, ৮:১৫ পূর্বাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের পরীক্ষায় চার জেলার আরো ৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন স্বয়ং যশোরের সিভিল সার্জন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, শনিবার তাদের ল্যাবে চার জেলার মোট ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮০টির ফল পজিটিভ এসেছে। বাদবাকি ১৩৮টি নমুনা নেগেটিভ ফল দিয়েছে। ফলাফল রোববার সকালে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের জানিয়ে দেওয়া হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এদিন যশোরের ৩২টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া মাগুরার ১২টি নমুনা পরীক্ষা করে একটি, বাগেরহাটের ৮০টির মধ্যে ২০টি এবং সাতক্ষীরার ৯৪টির মধ্যে ৪৪টি নমুনা পজেটিভ ফল দেয়। যশোরে আক্রান্তদের মধ্যে রয়েছেন জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। কিছু সময় আগে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, জ্বর হওয়ায় তিনি গতকাল শনিবার নিজের নমুনা দিয়েছিলেন। আজ পাওয়া ফলাফলে জানতে পেরেছেন তিনি পজেটিভ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status