বাংলারজমিন

ওসমানীনগরের একাধিক এলাকা বন্যায় প্লাবিত

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

১২ জুলাই ২০২০, রবিবার, ৭:১১ পূর্বাহ্ন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের ওসমানীনগরের কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ইতোমধ্যে পুরোপুরি বন্যা কবলিত হয়েছে উপজেলার পূর্ব তাজপুর, দক্ষিণ তাজপুর, লামা তাজপুর, সৈয়দপুর, বেরারাই, নলিকোনা, ইসলামপাড়া, চর সম্মানপুর, সম্মানপুর, বল্লভপুর, আলীপুর গ্রামের দেড় সহস্রাধিক পরিবার। এছাড়া লামা গাভুরটিকি, হলিমপুর, নূরপুর, কালনীরচর, চাতলপাড়, রহমতপুর, আব্দুল্লাহপুর, মোবারকপুর বেশকিছু অংশ বন্যার পানিতে ডুবে রয়েছে। অনেক জায়গার রাস্তা-ঘাট পানিতে নিমজ্জিত। এদিকে  কুশিয়ারা নদীর পানি বিপদসীমার মধ্যে রয়েছে। নাজুক অবস্থায় রয়েছে কুশিয়ারা নদীর বাঁধ (কুশিয়ারা ডাইক)। কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে উপজেলার ৮টি ইউনিয়ন পুরোপুরি বন্যা কবলিত হওয়ার আশংকা রয়েছে। সাদীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব বলেন,  অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা মনু-কুশিয়ারার পানি বৃদ্ধিতে আমার ইউনিয়নের বেশিরভাগ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। কুশিয়ারার পানি সামান্য বৃদ্ধি পেলে বন্যা ভয়াবহ আকার ধারণ করবে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহমিনা আক্তার বলেন, ওসমানীনগরের বেশ ক’টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। আগামীকাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবো
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status