বাংলারজমিন

মৌলভীবাজারে অনলাইন ভিত্তিক পশুর হাট স্মার্টহাট

মৌলভীবাজার প্রতিনিধি

১২ জুলাই ২০২০, রবিবার, ৭:১১ পূর্বাহ্ন

আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে মৌলভীবাজারে অনলাইন ভিত্তিক পশুর হাট স্মার্টহাট-এর উদ্বোধন করা হয়েছে। রোববার এটি উদ্বোধন করেন জেলার আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মৌলভীবাজার -০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ১২ জুলাই মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন শৃঙ্খলা কমটিরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক, মীর নাহিদ আহসানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মৌলভীবাজার-০৩ আসনরে সংসদ সদস্য নেছার আহমদ।
আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলা উদ্দিন। সভায় জানানো হয় করোনা (কোভডি-১৯) মহামারেিত সারা বিশে^র ন্যায় বাংলাদেশ আক্রান্ত। করোনা মহামারির মাঝে নতুন চ্যালঞ্জে হিসেবে দেখা দিয়েছে  আসন্ন পবত্রি ঈদ-উল-আজহায় কোরবানির পশুর ব্যবস্থাপনা। সাধারণ মানুষকে হাটে যাওয়া থেেক নিরুৎসাহিত করতে এবং ঘরে বসেই কোরবানির পশু ক্রয়ের কথা মাথায় রেখে জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক অনলাইনে পশুর হাট বিক্রির প্লাটফর্ম স্মার্টহাট তৈরি করা হয়েছে। স্মার্টহাট একদিকে যেমন ক্রেতাদের জন্য পশু ক্রয় সহজলভ্য করবে, তেমনি হাটে ক্রেতাদের ব্যাপক জনসমাগম হ্রাস করে করোনা সংক্রমণ রোধে ভূমকিা রাখবে। যেকোন ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে লগইন করে স্মার্টহাট নামে সার্চ করে এই পেজে প্রবেশ করতে পারবেন। এই প্লাটফর্ম তৈরিতে সহযোগিতা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ঊঝউচ প্রকল্প এবং এটুআই এর একঝাঁক তরুণ ও স্থানীয় উদ্যোক্তা। খামারীরা তাদের পশুর ছবির সাথে বর্ণনা, ওজন, যোগাযোগের মাধ্যম, পশুর ছবি এবং সংক্ষিপ্ত ভিডিও ধারণ করবেন। ক্রেতারা পছন্দসই পশুর বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করে পশু ক্রয় করতে পারবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status