বাংলারজমিন

দিরাইয়ে বানের জলে ডুবে শিশুর মৃত্যু

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

১২ জুলাই ২০২০, রবিবার, ৭:১০ পূর্বাহ্ন

পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে ১০ দিনের মধ্যে সুনামগঞ্জের দিরাইয়ে ফের বন্যা দেখা দিয়েছে। উপজেলায় বহমান কালনী নদীর পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। পাউবো সূত্রে জানাযায়, রবিবার সকাল ১০ টায় কালনী নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপরে থাকলেও বিকেল ৩ টা নাগাদ বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরফলে উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক সড়ক পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে নিচু এলাকায় বসতি স্থাপনকারীদের ঘরবাড়ি। ৫ শতাধিক পরিবার নিজেদের গবাদিপশু নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। পানি বন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। এদিকে বানের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যা তানিয়া বেগমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পৌর সদরের ঘাগটিয়া গ্রামের শমসুন্নুর মিয়ার কন্যা ও শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। স্বজনরা জানান, রবিবার বেলা ২ টার দিকে ফারিয়া বেগমকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। এসময় সন্দেহের বসে বাড়ির পার্শ্ববর্তী খালে খোঁজাখুজি করে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশু তানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status