অনলাইন

এমবিবিএস ফাইনাল পরীক্ষার দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মেডিকেল রিপোর্টার

১২ জুলাই ২০২০, রবিবার, ৬:১৮ পূর্বাহ্ন

সারাদেশে মেডিকেল কলেজগুলোর স্থগিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা নেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওরোজি ও ইমেজিং বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডীন অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা জানায়, গত মে মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল। সে হিসেবে সেপ্টেম্বরে ইন্টার্ন করার কথা। আমাদের ব্যাচমেট যারা উত্তীর্ণ হয়েছে তাদের প্রায় সবাই যোগদান করেছে। কিন্তু আমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। হাফেজি মাদ্রাসাগুলো খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। আমরা চাই- বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেয়া হোক। আমরা যোদ্ধা হয়ে করোনা রোগীদের সাপোর্ট দেবো। এ সংকট নিরসনে আমরা শিক্ষার্থীরা যোগাযোগ করলেও কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত কর্তৃপক্ষ জানায়নি।

অবস্থান কর্মসূচিতে ফাইনাল প্রফেশনাল পরীক্ষার্থী সাবিকুন নাহার বলেন, সামনের সেপ্টেম্বরে গত বছরের ইন্টার্নি ব্যাচ শেষ হয়ে যাচ্ছে। যদি আমাদের পরীক্ষাটা না নেয়া হয় তাহলে সারাদেশের মেডিকেল কলেজগুলোতে ইন্টার্ন চিকিৎসকের সংকট দেখা দেবে। এজন্য বিগত এক মাস ধরে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করছি। এখনো আশানুরূপ কোনো ফলাফল পাইনি। যে কারণে আমরা কর্মসূচি চালায়ে যাচ্ছি।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন ডা. শাহরিয়ার নবী শাকিল বলেন, আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি। পরীক্ষা নেয়ার জন্য যেটা দরকার সেটা হলো আগে মেডিকেল কলেজ খুলতে হবে। হোস্টেলগুলো খুলতে হবে। সবাইকে আসার ব্যবস্থা করতে হবে। এসব প্রক্রিয়া যখন সম্পন্ন হবে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার ব্যবস্থা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা বন্ধ করেনি। বর্তমান প্রেক্ষাপট সবার জানা। ১৮ই মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। মে মাসে পরীক্ষার শিডিউল ছিল। ডেন্টাল কলেজের পরীক্ষা চলছিল, সেটাও বন্ধ করা হয়েছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠান খুলতে পারেনি। সেখানে কিভাবে পরীক্ষা হয়।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেলসহ কয়েকটি হাসপাতালে করোনা রোগী। কিভাবে তাদের পরীক্ষা নেবো? শুধু মৌখিক পরীক্ষা নিলেতো হবে না। প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে হয়। এ সময় কিভাবে সম্ভব? যদি একটা ছেলে-মেয়ে আক্রান্ত হয়, এর দায় কে নেবে? কলেজগুলো খুললেই এক সপ্তাহের মধ্যে পরীক্ষা নেয়া হবে বলেও জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status