বাংলারজমিন

চিরিরবন্দরে নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনুদানের চেক প্রদান

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

১২ জুলাই ২০২০, রবিবার, ৫:৫১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে করোনাভাইরাসের কারণে ২০১৯-২০২০ অর্থ বছরে বিশেষ অনুদান খাতে নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনুকূলে দিনাজপুরের চিরিরবন্দরে অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল ১২ জুলাই বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসে এ অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, চিরিরবন্দর শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, সাধারণ সম্পাদক মো. মাহতাবউদ্দিন সরকার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু উপস্থিত ছিলেন। উপজেলার ৪১৮ জন শিক্ষককে প্রত্যেকে ৫ হাজার এবং ১৬১ জন কর্মচারীকে জনপ্রতি ২ হাজার ৫০০টাকা করে ৫৭৯ জন শিক্ষক-কর্মচারীকে ২৫ লক্ষ ৭ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status